Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় সিরিয়াল অভিনেত্রী

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

টলিপাড়ায় বিয়ের মরশুম যেনো শেষ ই হচ্ছে না  ।একের পর এক তারকারা বিয়ের আসরে বসছেন ।বছরের শুরু তেই ছোটো পর্দার নানান অভিনেত্রী বিয়ে সেরেছেন ।সেই তালিকা থেকে বাদ যাননি অভিনেত্রী রুশা চ্যাটার্জি,রূপসা চ্যাটার্জি রা।এবার বিয়ে করতে চলেছেন ' সোহাগ জল ' খ্যাত ' বেনী বৌদি ' ওরফে সুদীপ্তা ব্যানার্জী। আগামী মে মাসের পহলা  তারিখেই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী ।

 পাত্র কে ? পাত্র কিন্তু অভিনয় জগতের থেকে অনেকটা দূরের মানুষ।অভিনেত্রী সুদীপ্তা মন দিয়েছেন রাজনীতিবিদ সৌম্য বক্সি কে , যার মা স্মিতা বক্সি হলেন প্রাক্তন বিধায়ক ।সৌম্য বক্সি হলেন তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ।সুদীপ্তা এর শশুর বাড়ির সবাই ই সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ।

বহুদিন ধরেই ছোটো পর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা ব্যানার্জী ।একাধিক সিরিয়াল এ মূলত তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ।' সাত ভাই চম্পা ' ,' গ্রামের রানী বীণাপাণি ' ,' বেদের মেয়ে জোতস্না ' সহ একাধিক মেগাসিরিয়াল এ অভিনয় করেছেন ।সম্প্রতি রাজর্ষি দে এর পরিচালনায় ' মায়া ' নামক ছবি তে অভিনয় করেছেন তিনি।এবছর ই এটি মুক্তি পাবে ।


সৌম্য এর সাথে সুদীপ্তা এর দেখা একবছর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে ।তারপর থেকেই বন্ধুত্ব ও ধীরে ধীরে টা প্রেমের রূপ নেয় ।দীর্ঘ তিন বছর ধরে প্রেম করেছেন তারা ।২০২১ সালেই বিয়ে করার কথা ছিল তাদের ,তবে করোনা এর জন্য সম্ভব হয়নি ।তাই সব বাধা পেরিয়ে আগামী ১ লা মে বিয়ে করবেন তারা ।

হাতে পড়ে রয়েছে আর দুটো মাস।তাই দুই পরিবারেই এখন তোড়জোড় তুঙ্গে ।শেষ মুহূর্তের কেনাকাটা আয়োজন চলছে জোরকদমে ।বিয়ের আসর বসবে সায়েন্স সিটি এর কাছে এবং রিসেপশন এর আয়োজন করা হয়েছে নিকো পার্কে ।বিয়েতে পোলাও ,বিরিয়ানি  কিংবা মাটন কোরমা সব হাজির থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী।

একজন রাজনীতিবিদ ,অপরজন অভিনেত্রী হওয়ায় বিয়েতে নিমন্ত্রিত এর সংখ্যা হবে অনেক ।এরই মধ্যে আমন্ত্রিত এর সংখ্যা আড়াই হাজার পেরিয়েছে ।বিনোদন জগৎ ও রাজনৈতিক জগৎ মিলে চাঁদের হাট বসতে চলেছে সুদীপ্তা - সৌম্য এর বিয়েতে ।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News