Flash News
Tuesday, September 23, 2025

অ্যাওয়ার্ড শো চলাকালীন হার্ট অ্যাটাক, প্রয়াত বলিউড অভিনেতা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহনওয়াজ প্রধান৷ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর৷ শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই প্রবীণ অভিনেতার৷ তাঁর আকষ্মিক প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগত৷ শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷ তাঁর প্রয়াণের খবর দিয়েছে যশপাল শর্মা। জানা গিয়েছে, শাহনওয়াজ শুক্রবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চে বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন সেখানেই। শাহনওয়াজ প্রধানের মৃত্যুর খবর সামনে আসার পর গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন। শাহনওয়াজ প্রধানকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অভিনেত্রী সুরভী তিওয়ারিও সেখানে উপস্থিত ছিলেন। সুরভী তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন। অভিনেত্রী জানান, তাঁর ভাই ও শাহনওয়াজের বিছানা ছিল সম্পূর্ণ বিপরীত। যার কারণে তিনি চিকিৎসকের সব কথা শুনতে পেয়েছিলেন। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহনওয়াজ, সেখানেই অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। উল্লেখ্য, বলিউডের বেশ কিছু ছবিতে ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহনাওয়াজ। এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, রইস, খুদা হাফিজের মতো ছবি ছাড়াও দ্য ফ্যামিলি ম্যান, মির্জাপুরের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন শাহনওয়াজ। ‘লগন’ সিনেমা-খ্যাত অভিনেতা যশপাল শর্মা একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি গোটা ঘটনাটি নিজের চোখের সামনে ঘটতে দেখেন। পরে শাহনওয়াজের মৃত্যুর খবর জানতে পেরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ মুম্বইয়ের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সবকিছুই দারুণ চলছিল। বহু গুণীজন উপস্থিত ছিলেন। কিন্তু, পুরস্কার গ্রহণের কিছুক্ষণ পরেই আমাদের প্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে যান।” বহু অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরা শোক প্রকাশ করেছেন শাহনাওয়াজের মৃত্যুতে। শোক জ্ঞাপন করা হয়েছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের তরফেও। আজ, শনিবার বেলায় শেষকৃত্য সম্পন্ন হবে শাহনাওয়াজের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News