#Pravati Sangbad Digital Desk:
বাস্তবেও শাশুড়ি হলেন অতীতে পর্দার 'বহু' তুলসি, বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চলতি মাসের গোড়ায় রাজস্থানে অর্জুন ভাল্লাকে বিয়ে করেছেন স্মৃতির মেয়ে শ্যানেল। বিয়ের কিছু দিন পর মুম্বইয়ে রিসেপশন পার্টি দেন স্মৃতি। সেখানে হাজির ছিলেন টিনসেল টাউনের বড় পর্দা ও টেলিভিশনের তারকারা। মৌনী রায় এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পার্টির ছবি। দেখা যায়, শ্যানেল, অর্জুন ও স্মৃতির সঙ্গে পোজ দিয়েছেন মৌনী, সঙ্গে বর সূরজ নাম্বিয়ার। সবুজ ঝলমলে শাড়িতে নজর কাড়ছিলেন মৌনী। নববধূ পরেছিলেন নীল শাড়ি। অপর একটি ছবিতে দেখা যায় সকলে পোজ দিয়েছেন কিং খানের সঙ্গেও। ক্যাপশনে লেখেন, 'শুভেচ্ছা শ্যানেল ও অর্জুন... তোমাদের উভয়ের সামনের সবচেয়ে সুখী অর্থপূর্ণ যাত্রা কামনা করছি।' 'কিঁউকি সাস ভি কবি বহু থি' ধারাবাহিকে স্মৃতির বিপরীতে দীর্ঘ দিন মিহির ভিরানির চরিত্রে অভিনয় করেছিলেন রনিত রয়। তিনি স্মৃতিকন্যার বিয়ের রিসেপশনের ছবি শেয়ার করে স্মরণ করেছেন স্মৃতির সঙ্গে তাঁর দীর্ঘ বন্ধুত্বের কথাও। ছবিতে দেখা গিয়েছে আর এক জনপ্রিয় অভিনেতা রবি কিষেণকে। এদিনের অনুষ্ঠানে বাবা ও প্রবীন অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে হাজির হয়েছিলেন প্রযোজক একতা কপূরও। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'যখন আপনার প্রিয় বউমা হয়ে ওঠেন নতুন শাশুড়ি!' শ্যানেল ও অর্জুনকে শুভেচ্ছা জানান তিনিও তবে তাঁদের সঙ্গে কোনও ছবি নেই। ছবিতে দেখা যায় জোহর ইরানিকেও। প্রসঙ্গত, একতা কপূর ও স্মৃতি ইরানির বন্ধুত্ব পুরনো। একসময়ের অত্যন্ত জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'কিউঁ কি সাস ভি কভি বহু থি'র মুখ্য চরিত্রে অভিনয় করতেন স্মৃতি। একতা কপূরের এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম বড় ব্রেক পান স্মৃতি। তাঁর চরিত্রের নাম ছিল তুলসী।
অন্যদিকে, অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা রণিত রায়ও। প্রসঙ্গত, একতা কপূরের জনপ্রিয় ধারাবাহিকে তুলসীর স্বামী মিহিরের চরিত্রে অভিনয় করতেন রণিত রায়। বহুদিন পর, এই অনুষ্ঠানে ছোটপর্দার জনপ্রিয় এই জুটিও পোজ দিলেন। এসেছিলেন রণিত রায়ের স্ত্রী নীলম। ছিলেন অভিনেতা রবি কিষাণও। রণিত রায় ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'বহু বছরের বন্ধুত্ব এবং উষ্ণতা ও ভালবাসা বাড়তেই থাকে।' শুভেচ্ছা জানান নবদম্পতিকে। ২০০৩ সালে বিজেপি-তে যোগ দেন স্মৃতি ইরানি। তার পর চলেছে তাঁর ব্যস্ত রাজনৈতিক জীবন। রাজনীতিক জীবনের প্রথম কয়েক বছর তিনি অভিনয়ও করেছেন। একাধিক মন্ত্রকের মন্ত্রী হয়ে দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে।