বন্ধুকে আহত অবস্থায় ফেলে গেল বাকি বন্ধুরা

banner

journalist Name : Joly Pramanick

#Pravati sangbad Digital Desk:

চার বন্ধু একসাথে যাওয়ার পথে কোন বিপদের সম্মুখীন হয়ে একজন অপরজনকে সাহায্য করবে এটাই তো স্বাভাবিক। কিন্তু না, এক বন্ধু বিপদে পড়তেই বাকি তিন বন্ধু তাকে ফেলে রেখে দিয়ে চলে গেল। এমনই এক হৃদয়হীন ঘটনা ঘটলো দিল্লির বিবেকবিহার এলাকায়। জানা যাচ্ছে চার বন্ধু একত্রে একটি অটোতে করে যাচ্ছিল, এবং অটোটি ছিল ওই চারজনের মধ্যে একজনের। এবং যাওয়ার পথে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গেল অটো। গুরুতর আহত হয় ওই অটোতে থাকা চারজনের মধ্যে একজন। কিন্তু আহত বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে বাকি তিনজন তাকে ফেলে রেখে দিয়েই চলে গেল সেখান থেকে। জানা যাচ্ছে ওই বিবেক বিহার এলাকার থেকে একটু দূরে গিয়ে একটি আন্ডার পাশে ফেলে রেখে দিয়ে পালিয়ে যায় বাকি তিন যুবক। দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়ে যায় ওই যুবকের। তবে মৃত যুবকের দেহটি খুঁজে পাওয়ার পর পুলিশী তদন্তে উঠে আসে বাকি তিনজনের নাম। এবং গ্রেফতার ও করা হয় ওই তিনজনকে। তবে পুরো বিষয়টি ঠিক কি হয়েছিল তা খতিয়ে দেখছে সেখানকার পুলিশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News