#Pravati Sangbad Digital Desk:
নিয়োগ দুর্নীতির মামলায় বাংলা শিক্ষা দপ্তরের ৩৬২৩ জনের চাকরি বাতিল হয়ে যায়। যাদের মধ্যে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কর্মীরাও। এমনকি স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের পরে শনিবার ৮৪২ জন ভুয়ো Group-C শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই আদালতের নির্দেশে চাকরি বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষা কর্মীদের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২৩ জন। আর এতজনের চাকরি বাতিল হওয়ার কারণে যে বিশাল শূন্য পদের সৃষ্টি হয়েছে তা শীঘ্রই পূরণ করার নির্দেশও দিয়েছে আদালত। এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকেই যোগ্য ব্যক্তিকে বেছে নিতে হবে এই শূন্য পদ পূরণ করার জন্যই এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। আর এখানেই দেখা যাচ্ছে সমস্যা। কারণ দেখা যাচ্ছে যতগুলি শূন্য পদ রয়েছে, সেই সব পদের ওয়েটিং লিস্টে অত জন প্রার্থীই নেই। তাই স্বাভাবিকভাবেই SSC কর্তারা প্রশ্ন করেছেন, তাহলে বাকি পদ কিভাবে পূরণ হবে? তবে তথ্য থেকে বলা হচ্ছে, এই এত সংখ্যক শূন্য পদ নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে যেহেতু এত পর্যাপ্ত প্রার্থীও নেই তাই নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে সে ক্ষেত্রেও প্রার্থীর সংখ্যা কম পড়ায়, ঠিক করা হয় যে পরবর্তী শুন্যপদগুলি পরবর্তী নতুন নিয়োগ প্রক্রিয়ার সময় যোগ করা হবে। ইতিমধ্যেই শিক্ষক ও শিক্ষা কর্মীদের মধ্যে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছে গ্রুপ সি পদে নিয়োগ আগামী ১০ দিনের মধ্যেই শুরু করতে হবে। তবে সব ক্ষেত্রেই ওয়েটিং লিস্টে যথেষ্ট প্রার্থী না থাকায় তৈরি হচ্ছে সংশয়। উল্লেখ্য ২ মার্চ Group-D শূন্যপদে নিয়োগের জন্য Eastern Region থেকে প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডেকেছিল স্কুল সার্ভিস কমিশন। তবে ডাক পাওয়া ৪০ জন প্রার্থীর মধ্যে উপস্থিত হয়েছিল মাত্র ২১ জন। বাকিদের মধ্যে কেউ সরকারি চাকরি পাওয়ার সুপারিশ নিতে পর্যন্ত হাজির হননি, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু কেন তারা হাজির হননি সে নিয়েও তৈরি হয়েছে এক রহস্য।
SSC সূত্রে সূত্রে জানা গিয়েছে, এখন জেলা ভিত্তিক নিয়োগ চলছে। আর সেই কারণে কোন জেলায় বেশি এবং কোন জেলায় কম প্রার্থী থাকতে পারে। সে ক্ষেত্রে শূন্য পদে নিয়োগের জন্য নতুন করে ইন্টারভিউ নিতে হতে পারে SSC কে। তবে গ্রুপ সি পদে ওয়েটিং লিস্টে যদিও পর্যাপ্ত সংখ্যক প্রার্থী আছে, কিন্তু সেখানেও দেখা দিচ্ছে সমস্যা। যোগ্যতা মানে উত্তীর্ণ হয়ে কতজনকে কাউন্সিলিংয়ে পাওয়া যাবে, সেটা নিয়েই যথেষ্ট ভাবনার বিষয় তৈরি হয়েছে SSC এর কাছে। নবম-দশমে আপাতত OMR Sheet বিকৃতির জন্য চাকরি বাতিল হয়েছে ৬১৮ জন শিক্ষকের। SSC সূত্রে জানা গিয়েছে এই ক্ষেত্রে শূন্যপদ যা রয়েছে, তাতে Waiting List'র সবার চাকরি হয়ে যাবে। এর পাশাপাশি রয়েছে, নন-জয়েনিং এবং কাউন্সেলিং না হওয়া শূন্যপদ। সব মিলিয়ে ৪ হাজারের বেশি শূন্যপদ তৈরি হবে। তবে, জাতিগত সংরক্ষণ, ভাষাগত মাধ্যম, বিষয় প্রভৃতির জন্য নতুন প্রার্থীদের ডাক পাওয়ার সম্ভাবনা আরও বাড়ছে। উচ্চ মাধ্যমিকের ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ পেলে শূন্যপদ আরও বাড়বে এমনটাই জানা যাচ্ছে।