Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ভারতের সেরা ৭টি বোর্ডিং স্কুল,এখানে পড়লে চিন্তা করতে হবে না সন্তানদের ভবিষ্যৎ নিয়ে!

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

বর্তমানের কর্মব্যস্তময় যুগে অনেক অভিভাবক নির্ভর করেন বোর্ডিং স্কুলের উপর। বিপুল পরিমাণ টাকা খরচ হলেও অনেক বাবা-মা তাদের সন্তানদের পড়াশোনার জন্য বেছে নেয় বোর্ডিং স্কুলকে। বর্তমানে এই বোর্ডিং স্কুলগুলি যেন অনেকটা স্টাইল স্টেটমেন্ট বা ফ্যাশনে পরিণত হয়েছে। উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ছাড়াও অনেক সাধারণ বাড়ির ছেলেমেয়েরাও আজকাল পড়াশোনা করছে এই স্কুলগুলিতে। চলুন জেনে নেওয়া যাক দেশের সাতটি শীর্ষ বোর্ডিং স্কুল সম্বন্ধে।

১) দুন স্কুল (Doon school):

ভারতের পয়লা নম্বর স্কুল এটি। বহু বলিউডি সিনেমার শ্যুটিং হয়েছে এখানে। সিনেমার কারণেই বেশ বিখ্যাত হয়ে ওঠেছে স্কুলটি। ১৯৩৫ সালে দেরাদুনে এই স্কুলের প্রতিষ্ঠা হয়। যদিও এই স্কুলে শুধুমাত্র ছেলেদেরই পড়ানো হয়। এখানে চান্স পাওয়া কিন্তু এক মহাদুষ্কর ব্যপার।

২) দ্য ওয়েলহেম গার্লস স্কুল (Welham Girls‘ School) :

এটি উত্তরাখণ্ডের আরেকটি বিখ্যাত স্কুল। দুন স্কুল যেমন ছেলেদের জন্য, দ্য ভেলহম গার্লস স্কুলে শুধুমাত্র মেয়েরাই পড়াশোনা করেতে পারে। ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫৭ সালে তৈরি হয় এই স্কুল।

৩)আজমের মেয়ো কলেজ: ভারতের প্রাচীন স্কুল গুলির মধ্যে অন্যতম আজমের মেয়ো কলেজ। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালে। এই স্কুলটি একটি অল বয়েজ স্কুল।


৪) লরেন্স স্কুল: লরেন্স স্কুল ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো স্কুলগুলির একটি। ১৮৪৭ সালে শিমলাতে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক দিক থেকেও এই স্কুলটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।

৫) কনভেন্ট অফ জেসাস এন্ড মেরি (Convent of Jesus and Mary) :

১৮৪৫ সালে স্থাপিত এই স্কুলটি ব্রিটিশদের স্থাপনা করা একদম পুরানো স্কুলগুলোর একটি। যদিও এখানে শুধুমাত্র মেয়েদেরই পড়ানো হয়। এই স্কুলে কেবল মেয়েদেরই পড়ানো হয়। ক্যাথলিক এবং নন ক্যাথলিক, উভয় শ্রেণীর ছাত্রীরা পড়াশোনা করেন এখানে।

৬) সিন্ধিয়া স্কুল: এই স্কুলটি অবস্থিত গোয়ালিয়র ফোর্টে। এই স্কুলের শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করে।

৭) সেন্ট পলস স্কুল (St.Paul’s School):

১৮২৩ সালে স্থাপিত স্কুলটি ভারতের সবচেয়ে পুরনো স্কুল। দার্জিলিং শহরে রয়েছে সেটি। ‘ম্যায় হুঁ না’, ইয়ারিয়ান, এর মত বলিউড ছবির শ্যুটিং হয়েছে এখানে। এখানেও কেবল ছেলেদেরই পড়ানো হয়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দেশ শিক্ষা
Related News