#Pravati Sangbad Digital Desk:
আজ তিনদিনের ইডি হেফাজত শেষ হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। আর আজই অর্থাৎ শুক্রবার আদালতে তোলা হয়েছিল তৃণমূল নেতাকে। আর সেখানেই ইডি আবারও দাবি করে আগামী আরো ১১ দিনের জন্য তৃণমূল নেতাকে তাদের হেফাজতে নিয়ে আসার। উত্তরে বিচারপতি পাল্টা প্রশ্ন করে ইডিকে জানতে চাই , এতদিন অনুব্রত মণ্ডল ইডির হেফাজতেই তো ছিল। আর এতদিনে মাত্র দু ঘন্টা থাকে জেরা করা হয়েছে। এমনকি কারো মুখোমুখি ও বসানো হয়নি তাকে। আর তার মুখ থেকে এতদিনেও কোনরকম তথ্য বার করতে পারেনি ইডি। তাহলে আবার কেন হেফাজতে নিতে চাই এই তৃণমূল নেতাকে? উত্তরে ইডি জানায়, গত কয়েকদিন দোলের ছুটি থাকায় সেরকম কিছুই করতে পারেনি ইডি। এছাড়াও অনুব্রত মণ্ডলের কন্যা সহ বাকি আরো ১২ জনকে সমন পাঠিয়েছে তারা। যাদের মধ্যে আরও একজন হলেন অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক। এবং তাঁদের আগামী ১১ দিনে দিল্লিতে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে। আর এই ১১ দিন অনুব্রত মণ্ডল কে তারা তাদের হেফাজতে পেলে বাকিদের সাথে মুখোমুখি বসিয়ে জেরা করা করতে পারবেন। এমনকি অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষী সায়গল হোসেন কেউ তিহাড় জেল থেকে বের করে নিয়ে এসে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসানো হবে। তাই আবারও আগামী আরো ১১ দিন ইডির হেফাজতেই থাকবেন অনুব্রত মণ্ডল এমনটাই নির্দেশ দিল আদালত। ইডির তরফে জানা যায়, অনুব্রতর মেয়ের একাউন্টে বিভিন্ন সময়ে যে টাকা জমা পড়েছিল, এছাড়াও রাশি মিল সহ অন্যান্য সম্পত্তির যে হিসাব পাওয়া গেছে সে ব্যাপারেও এই ১২ জনকে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি। তাই এখন দেখার বিষয় এটাই যে, কবে দিল্লি যান অনুব্রতর মেয়ে সুকন্যা সহ বাকি আরো ১২ জন।