#Pravati Sangbad Digital :
আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা গত কয়েক মাসে আয়কর বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকবার বাড়ান হয়েছে। আয়কর বিভাগ তাদের এক বিঞ্জপ্তিতে উল্লেখ করেছে যে প্যান কার্ডধারীরা 31 মার্চ, 2023 এর মধ্যে যদি আধার কার্ডের সাথে লিঙ্ক করতে ব্যর্থ হয় তাহলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। 1 এপ্রিল 2022 থেকে 30 জুন 2022 এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে 500 টাকা জরিমানা দিতে হবে। ১ এপ্রিল লিংক করানো না থাকলে ব্যক্তিকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে? কারা ছাড় পাবেন? গত কয়েক মাস ধরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করার তারিখ বাড়ানো হচ্ছিল। সময়সীমার মধ্যে লিংক না করানো হলে আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবে। সঙ্গে ১০০০ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হবে। যদিও বিশেষ কয়েকটি ক্ষেত্রে এই লিংক করানো থেকে ছাড় দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। আপনিও যদি সেগুলির মধ্যে একটিতে পড়ে থাকেন, লিংক করানো বাধ্যতামূলক হবে না। কারা ছাড়ের সুবিধা পাচ্ছেন?
১) অসম, মেঘালয় ও জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চলের বাসিন্দা হয়ে থাকলে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করতে হবে না।
২) কোনো ব্যক্তির বয়স যদি ৮০ বছর বা তার বেশি হয়, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করতে হবে না।
৩) আয়কর আইন, ১৯৬১-র নিয়ম অনুযায়ী, ব্যক্তি অনাবাসী ভারতীয় হলে, এই সুবিধা পাবেন।
৪) ভারতীয় নাগরিক না হলে লিংক করতে হবে না।