#Pravati Sangbad Digital Desk:
মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ১৪ তারিখ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা যার সময়সূচী স্থির করা হয়েছে আগামী ২৭ শে মার্চ পর্যন্ত। আর শুধু তাই নয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে চলবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষাও।আর সেই কারণেই এবার পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ এক নয়া সিদ্ধান্তে উপনীত হয়েছে। সেখানে বলা হয়েছে কোন স্কুল শিক্ষক,শিক্ষিকা এমনকি অশিক্ষকেরাও ছুটি নিতে পারবে না এই সময়। আর যদিও ছুটি নিতে চাই বা কোন আপৎকালীন ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে স্কুল পরিচালন কমিটির প্রধান এবং ডিআই এর অনুমতি দিতে হবে। তারাই ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এমনটাই খবর শিক্ষা সংসদের তরফে। কারণ পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকারা ছুটি নিলে সমস্যা তৈরি হতে পারে সেই কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। এমনকি উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের পরীক্ষার হলে গার্ড দেওয়ার ব্যাপারেও যাতে নতুন করে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ ভাবে নজর দিচ্ছে শিক্ষা সংসদ। আর সেই কারণেই পরীক্ষা চলাকালীন স্থগিত থাকবে বাকি অন্যান্য সমস্ত ক্লাসের পঠন পাঠন। তবে একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের পরীক্ষা চলবে সময়ের দ্বিতীয়ার্ধে। আর সেই জন্য পঠন পাঠন শুধুমাত্র শুধুমাত্র সেই সময়ের জন্যই বন্ধ থাকবে নাকি পুরোপুরি বন্ধ থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষ। তবে এবারের নয়া সিদ্ধান্তে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোন স্কুল শিক্ষক-শিক্ষিকা বা শিক্ষকেরাও কোন প্রয়োজন ছাড়া ছুটি নিতে পারবেন না।