Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কলকাতা জাদুঘরে ওডিসি মুক্ত পরিচালনায় ডোনা গাঙ্গুলী

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

শেষ হলো অপেক্ষা। দেখতে দেখতে চলে আসলো আবারও সেই মন রঙিন করা দিনটি যার নাম দোল উৎসব। আর এই উপলক্ষে সারা ভারতবাসী মেতে উঠেছে বসন্ত উৎসবে। আর্থিক তেমনভাবেই কলকাতার জাদুঘরেরও অনুষ্ঠিত হলো দোল উৎসব। আর সেই জন্যই ইণ্ডিয়ান মিউজিয়াম এর উদ্যোগে দীক্ষামঞ্জরী ও প্রভা খৈতান ফাউন্ডেশন এর নিবেদনে শুরু হয়েছে একটি ডান্স ওয়ার্কশপ। যেখানে নৃত্য পরিচালনায় রয়েছেন আমাদের সবার প্রিয় নৃত্য ওডিসি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি। যার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো ৫ মার্চ গতকাল। নৃত্য পরিচালনায় শুধুমাত্র তার গ্রুপটিই নয় তিনি নিজেও থাকছেন।আর দোল উৎসবে অনুষ্ঠান মানেই শান্তিনিকেতন। কিন্তু জাদুঘরে এবারের অনুষ্ঠানটি জাদুঘরে হলেও সেখানে পরিবেশ সৃষ্টি হয়েছে শান্তিনিকেতনের মতোই। চোখ ফেরানো যায়নি সেই অনুষ্ঠানটি থেকে একবারও। অনুষ্ঠান হয়েছে কলকাতা জাদুঘরের মাঠে। আর ওডিসি নৃত্য গ্রুপ মানে আমরা ভাবছি শুধুই সেখানে ওডিসি হয়েছে, একদমই তা নয়, সেখানে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র সংগীত রাজস্থানী পারফরম্যান্স এমনকি বলিউডেরও নৃত্য সেখানে অনুষ্ঠিত হয়েছিল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News