Flash News
Tuesday, September 23, 2025

মাত্র ৫ জনকে ফলো করেন ধোনি!তালিকায় কারা কারা রয়েছেন?

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না মহেন্দ্র সিং ধোনিকে। বরাবরই দূরে থাকতে ভালবাসেন। মাঝে মাঝে কিছু কিছু ছবি কিংবা ভিডিও পোস্ট করতে দেখা যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না হলেও মহেন্দ্র সিং ধোনির ফলোয়ারের সংখ্যা চার কোটিরও বেশি। অথচ ইনস্টাগ্রামে ধোনি মাত্র পাঁচটি প্রোফাইল অনুসরণ করেন। আসুন সেই ৫ সৌভাগ্যবান কারা, দেখে নিন। ইনস্টাগ্রামে মহেন্দ্র সিং ধোনিকে খুব বেশি দেখা না গেলেও প্রিয় মুহূর্তের ফটো এবং ভিডিও দিয়ে তাঁর অনুগামীদের খুশি রাখেন। ২০১৪ সালে জুন মাসে তিনি প্রথম ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ১০৮ টি পোস্ট শেয়ার করেছেন। অর্থাৎ বছরে গড়ে ১২টি পোস্ট। তাঁর এই ইনস্টাগ্রাম পোস্ট পরিবারের প্রতি ভালবাসা তুলে ধরেছে। ক্রিকেটের বাইরে তাঁর যে জীবন, সেটাকেই দেখা যায় ধোনির ইনস্টাগ্রাম পোস্টে। ধোনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রী সাক্ষীকে ফলো করেন। ২০১০ সালে বিয়ে হয়েছিল ধোনি ও সাক্ষীর। মেয়ে জিভা ধোনিকেও ইনস্টাগ্রামে ফলো করেন ধোনি। ধোনি ইনস্টাগ্রামে অমিতাভ বচ্চনকে ফলো করেন। ইনস্টায় বিগ বি-র ফলোয়ার্স প্রায় তিন কোটি। ধোনি নিজের ফার্মহাউসের নামে একটি প্রোফাইল খুলেছেন ইনস্টায়। তিনি নিজের ফার্মহাউসের পেজ EEJA-কেও ফলো করেন। এম এস ধোনি ইনস্টায় Canal Militarizando- নামের একটি পেজ ফলো করেন। এই পেজ সম্পর্কে খুবএকটা তথ্য পাওয়া যায় না। তবে এটি সেনার কাজ সংক্রান্ত পেজ বলেই আন্দাজ করা যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News