আবারো চাকরি বাতিলের ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে একটি নোটিস দিয়ে অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল ঘোষণা করল। অবশ্য সেই অযোগ্য শিক্ষকেরা নিজেদের চাকরি বাতিল হওয়া থেকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন। এবং চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে। কিন্তু অবশেষে লাভ হলো না, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ৬১৮ জন অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল করলো মধ্যশিক্ষা পর্ষদ। অবশ্য আগেই সুপারিশপত্র বাতিলের ঘোষণা করেছিল স্কুল সার্ভিস কমিশন আর এবার এক নোটিশ প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। তবে বুধবার ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন,এবং সেখানে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, এসএসসি তাদের ১৭ নম্বর ধারা প্রয়োগ করে অবৈধ চাকরিপ্রার্থীদের যে চাকরি বাতিল করেছিল, তাতে হস্তক্ষেপ করবে না আদালত, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। তবে এসএসসি সুপারিশপত্র বাতিল করে দেওয়ার ফলে এই ৬১৮ জন শিক্ষকের চাকরি বাতিল করতে আর কোনও রকম বাধা ছিল না মধ্য শিক্ষা পর্ষদের। আর সেই সূত্র ধরেই এবার এই ৬১৮ জনের চাকরি বাতিলের কথা ঘোষণা করে নোটিশ প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News