Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

একসঙ্গে দুজন স্ত্রীকে নিয়ে এক ছাদের তলায় বসবাস

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

অন্ধ্রপ্রদেশের তিরুপতির দাক্কিলির আম্বেদকর নগরের বাসিন্দা কল্যাণ নামের এক যুবক, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন। তার অনুসারীর সংখ্যা যথেষ্ট লম্বা বলেই জানা যাচ্ছে সংবাদমাধ্যমে। তবে স্ত্রীর সংখ্যাও যে একের বেশি হতে পারে এ কথা ভাবায় যায় না। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে। সেই যুবক অর্থাৎ কল্যাণের সঙ্গে কয়েক বছর আগেই পরিচয় হয়েছিল কাটা পার বাসিন্দা বিমলা নামে এক যুবতীর সঙ্গে। ধীরে ধীরে তাদের সম্পর্ক বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে এবং শেষে বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছিলেন তারা। 
কিন্তু কল্যাণের চালচলনে একসময় পরিবর্তন লক্ষ্য করে তার স্ত্রী বিমলা। এরকমই একদিন তার স্বামী কল্যাণের সঙ্গে এক যুবতি মেয়ে তার বাড়িতে এসে হাজির হয়। এবং তিনি জানতে পারেন সেই যুবতী বিশাখাপত্তনমের বাসিন্দা,এবং তার নাম নিত্যশ্রী। বিমলা জানতে পারে সেই যুবতীকে নাকি তার স্বামী কল্যাণ ভালোবাসে, সঙ্গে সঙ্গে নিত্যশ্রীও বলে ওঠে আসে সেও কল্যাণকে ভালোবাসে, এবং বিয়ে করতে চায়।এমনই ইচ্ছা প্রকাশ করল তার স্ত্রী বিমলার সামনে, এবং এই আম্বেদকর নগরে আসার আগে অবশ্য নিত্যশ্রী জানতনা যে কল্যাণ বিবাহিত। কিন্তু জানতে পারার পরেও তার সিদ্ধান্ত থেকে অনর ছিল যুবতী। ঘটনা জানতে পেরে এক উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হওয়ারই কথা সেখানে, এবং একজন স্ত্রী থাকতেও অন্য আরেকজনের সাথে বিবাহ করাটা আইনবিরুদ্ধ। কিন্তু সেসব কোন কথাকেই কান না দিয়ে কল্যাণের স্ত্রী বিমলা ঠিক করল তার স্বামীর প্রেমিকা অর্থাৎ ওই যুবতী নিত্যশ্রীর সঙ্গে তার স্বামীর বিবাহ দেবে তিনি নিজে দাঁড়িয়ে থেকে।  আর সেই মতো মন্দিরে গিয়ে তার স্বামীর সঙ্গে ওই যুবতীর বিবাহ দেন বিমলা। শুধু তাই নয় একসঙ্গে ছবিও তুলেছেন তিনজন। সেই ছবি আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই। যথেষ্ট ভাইরালও হয়েছে। তবে আশেপাশের লোকজন তাদের সম্পর্ক নিয়ে কিছু কটু কথা বললেও এক ছাদের নীচে বেশ সুখে শান্তিতে সংসার করছে তিনজন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News