#Pravati Sangbad Digital Desk:
রজনীগন্ধা ফুল সে তো সাদা রংয়ের হয়। কিন্তু এবার উত্তর-পূর্ব ভারতে শিলিগুড়ি শহরে মিলতে চলেছে রংবেরঙের রজনীগন্ধা ফুল শুধু রজনীগন্ধা নয় সাথে থাকছে চন্দ্রমল্লিকা গোলাপ ইত্যাদি প্রজাতির ফুল। আর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি বিভাগের পক্ষ থেকে একটি কর্মশালার আয়োজন করা হয় যেখানে মহিলাদের দিয়ে কৃত্রিম উপায়ে নানা রংয়ের ফুল তৈরি করা হবে।আর এই পদ্ধতিতে মহিলাদের গোষ্ঠী আরো স্বনির্ভর হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও তারা অনেকটাই লাভবান হবে, এমনটাও মনে করা হচ্ছে। এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদ্ধতিতে কিভাবে মহিলাদেরকে আরো স্বনির্ভর করা যায় সেই নিয়ে গবেষণা শুরু করে। এবং সেই পথ ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের তরফে পরীক্ষা-নিরীক্ষা করার পর শুক্রবারই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় যেখানে মহিলাদের কৃত্রিম উপায়ে রঙ বেরঙের ফুল তৈরি করার পদ্ধতি শেখানো হবে। আর এই কর্মশালায় ডাকা হয়েছিল ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম জনগোষ্ঠী ধিমল সম্প্রদায়ের মহিলাদেরকেও। আর এই ভাবেই বিভিন্ন স্বনির্ভর জনগোষ্ঠীকে নিয়েই আয়োজন করা হলো এই কর্মশালার।