#Pravati Sangbad Digital Desk:
প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক স্কুল পর্যন্ত বন্ধ করে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে এবার রাজ্য সরকার। বলা হচ্ছে সেই সমস্ত স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা তুলনায় ছাত্র ছাত্রীর সংখ্যা নাকি খুবই নগণ্য। তালিকায় রয়েছে রাজ্যের ৮২০৭ টি স্কুল। যার মধ্যে ৫৩১ টি কলকাতায় রয়েছে। কিন্তু কেন রাজ্যের এতগুলো স্কুল বন্ধ হবে? বলা হয়েছে নাকি সেই সমস্ত স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই নগণ্য যেখানে শিক্ষক-শিক্ষিকার অভাব নেই। তাই এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই সমস্ত স্কুলগুলিকে বন্ধ করে দিয়ে শিক্ষক-শিক্ষিকাদেরকে বদলি করা হবে সেই সমস্ত স্কুলে যেখানে শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে। অর্থাৎ যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকার তুলনায় ছাত্র-ছাত্রীর সংখ্যা বেশি। কিন্তু এ বিষয়ে রাজ্যে শিক্ষক দপ্তর গুলি বক্তব্য যে শিক্ষাকে নাকি বেসরকারির হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। ইদানিং সরকারি স্কুলে আর সেরকম কোন ছাত্র ভর্তি হচ্ছে না কারণ গ্রামেগঞ্জে বহু বেসরকারি স্কুল ইতিমধ্যেই চালু হয়ে গেছে। এছাড়াও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তৈরি করা উৎস শ্রী পোর্টালের আবেদনের মাধ্যমে বহু গ্রামের শিক্ষক শহরে বদলি হয়ে যাচ্ছে মোটা অংকের টাকার বিনিময়ে। তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু উদ্বিগ্ন প্রকাশ করে বলেছেন সবাই যদি গ্রাম ছেড়ে শহরে চলে যায় তাহলে গ্রামের স্কুলগুলি চলবে কি করে? আর গ্রামের স্কুল গুলির পড়ুয়াদেরই বা কি হবে? তাই তার নির্দেশে এই পোর্টাল আপাতত বন্ধ রাখা হয়েছে। আর এই মুহূর্তে ৮২০৭ টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তাহলে এই সব স্কুলের শিক্ষকরা যাবে কোথায়? এই সব নিয়ে প্রশ্ন থেকেই গেছে।