Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

Instagram নিয়ে এলো এক নতুন ফিচার

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় যে অ্যাপগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি প্রোটেকটিভ অ্যাপ হলো instagram। যে অ্যাপটি ব্যবহার করে ব্যবহারকারীরা সন্তুষ্টি অনুভব করেন। কিন্তু সমস্যা হয় একটাই, নিজের এবং অন্যের dp বড় করে দেখা যায় না। সোশ্যাল মিডিয়া দুনিয়ায় হয়তো এটি একমাত্র অ্যাপ যার মাধ্যমে কারোর dp ই বড় করে দেখা যায় না। তবে একাধিক অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি dp গুলি বড় করে দেখতে পারেন, কিন্তু সেখানেও অনেক ঝামেলা আর তাছাড়া ইনস্টাগ্রাম ব্যবহারকারী কেউই সেই অ্যাপগুলি ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই এবার instagram ই আনতে চলেছে এক নতুন সুযোগ, যেখানে আপনি নিজের এবং অন্যের ডিপি বড় করে দেখতে পারবেন এবার। শুধু তাদেরই নয় যাদেরকে আপনি ফলো করেছেন, যাদের ফলো করেননি এবার তাদের dp ও আপনি বড় করেই দেখতে পাবেন। আপনার dp ও অন্যরা দেখতে পাবে বড় করে। কিন্তু আপনি যদি না চান যে অন্যরা আপনার dp বড় করে দেখুক তাহলে আপনি যদি, আগের থেকেই সেটা এনাবেল করে রাখেন তাহলে আপনি সেটাকে আর ডিজেবল করতে পারবেন না। এছাড়াও আমরা জানি কমেন্ট সেকশন এবং রিপ্লে সেকশনে শুধুমাত্র ইমোজি ছিল এতদিন ।কিন্তু এবার instagram আনতে চলেছে এক নতুন সুযোগ, যেখানে আপনি GIF পাঠানোর ও বিশেষ সুবিধা পেতে চলেছেন। গত জানুয়ারিতে প্ল্যাটফর্মটি Quiet Mode এবং Not Interested Mode নামক দুটি বৈশিষ্ট্য যোগ করেছিল।, যেটি ইউজ়ারদের ফ্রেন্ডস এবং ফলোয়ার্স নিয়ে একটা বাউন্ডারি সেট করতে দেবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News