Flash News
    No Flash News Today..!!
Sunday, January 11, 2026

করোনা আতঙ্কের এমন মুহূর্তে প্রভাতী সংবাদ পৌঁছে গেল ত্রিশূল সিরিয়ালের সেটে

banner

journalist Name : Debarati Chakraborti

#Exclusive Candid Interview:

নতুন বছর শুরুর আনন্দে আনন্দিত কোলকাতা শহর সহ পুরো বাংলা ; পাশাপাশি রয়েছে করোনা আতঙ্ক এমন মুহূর্তে প্রভাতী সংবাদ পৌঁছে যায় ত্রিশূল সিরিয়ালের সেটে। এবার অভিনেতা শুভঙ্কর সাহা প্রভাতী সংবাদের প্রতিনিধির মুখোমুখি।


অভিনেতা শুভঙ্কর সাহা ত্রিশূল সিরিয়ালের পাশাপাশি ভর নামে আরও একটি সিরিয়ালে অভিনয় করছেন এবং বিভিন্ন ফ্যাশন শো তে উপস্থিত থেকে তিনি এখন রয়েছেন রীতিমতো ফেস্টিভ মুডে। তবে সময়ের অভাবে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো হয়নি তার।

বছরের আর পাঁচটা দিনের মতো নিজস্ব ডায়েট মেনে চললেও স্ত্রীর বানানো বিরিয়ানি এবং কিছু দোকানের কেক খাওয়া থেকে বিরত থাকতে পারেননি তিনি। কথা  প্রসঙ্গে তিনি বলেন তার স্ত্রীও অসাধারণ কেক বানাতে পারেন।

ত্রিশূল এবং বরণ দুটি সিরিয়ালে তার চরিত্রের আসন্ন চমক সম্পর্কে তিনি জানিয়েছেন দর্শকদের। তবে অভিনেতা শুভঙ্কর সাহা করোনা অতিমারি নিয়ে বেশ সচেতন এবং দর্শকদেরও সচেতন থাকতে উপদেশ দেন  তিনি।

করোনা আতঙ্কের এমন মুহূর্তে প্রভাতী সংবাদ পৌঁছে গেল ত্রিশূল সিরিয়ালের সেটে


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন ব্যক্তিত্ব সংস্কৃতি
Related News