#Pravati Sangbad Digital Desk:
নিত্য প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে মোবাইল ফোন। বাচ্চা থেকে বুড়ো সকলের হাতেই এখন মোবাইল ফোন। আর এখন শুধু এই ফোনের মাধ্যমে কথা বলায় হয় না, কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছুই হয় এই মোবাইলের মাধ্যমে। আর এখন অধিক জনপ্রিয় হয়ে উঠেছে এই মোবাইল ফোনটি। কিন্তু গবেষণা বলছে মোবাইল ফোন বেশি ব্যবহার করাও আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তার কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে এই মোবাইলের মধ্যে থেকে এক ধরনের রেডিয়েশন বের হয় যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আর শুধু স্বাস্থ্য কেন আপনার মনের ওপরেও প্রভাব ফেলতে পারে বেশিক্ষণ কানে ফোন নিয়ে কথা বললে। সে ক্ষেত্রে আরেকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি মোবাইল ফোনটি কোন কানে ব্যবহার করছেন। ব্যস্ত সময়ে ফোন আসলে আমরা চট করে এই ফোনটা ডান দিকের কানে ধরে ফেলি কিন্তু গবেষণা বলছে ডানকানের সঙ্গে আমাদের মস্তিষ্ক সরাসরি যুক্ত আর তার ফলে যে কোন ছোট ছোট বিষয়কে নিয়েও আমরা বেশি চিন্তিত হয়ে পড়ে অনেক সময়। এছাড়াও ডান কানে ফোনে কথা বলার সময় বিকিরণ মস্তিষ্ককে সরাসরি প্রভাবিত করে ,আর তাই ফোনে কথা বলার সময় আমাদের অধিক সময় বাঁ দিকের কানটি ব্যবহার করা উচিত।
এছাড়াও ফিনল্যান্ডের বিজ্ঞানী নিউক্লিয়ার সেফটি অথোরিটি ২০০২ সালে একটি গবেষণার মাধ্যমে এটি প্রমাণ করেছেন যে, মোবাইল যখন আমাদের কোষের সংস্পর্শে আসে তখন মোবাইল আমাদের ব্লাডব্রেন বেরিয়ারের প্রাচীরকে ক্ষতিগ্রস্ত করে। আর এই ব্লাড ব্রেন বেরিয়ার আমাদের শরীরের সুরক্ষা কবজ হিসেবে কাজ করে, রক্তের দূষিত পদার্থ গুলি যাতে আমাদের মস্তিষ্কে পৌঁছাতে না পারে তা বাধা দেয় এই ব্লাড ব্রেন বেরিয়ার। তাই অবশ্যই গবেষণার মাধ্যমে কানে বেশিক্ষণ মোবাইল ফোন নিয়ে কথা বলাকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও ডান দিকের কান অধিক ব্যবহার এর কারণে আমাদের মস্তিষ্ক যেহেতু সরাসরি প্রভাবিত হয়, তাই অধিক সময় আমাদের বাঁদিকের কানেই ফোনে কথা বলা উচিত।।