Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মেয়েকে প্রথমবার প্রকাশ্যে আনলেন বলিউডের 'দেশি গার্ল'

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। বলিউডের 'দেশি গার্ল' এবং নিক জোনাসের সন্তান ২০২২ সালের ১৫ জানুয়ারী জন্মগ্রহণ করেন সারোগেসির মাধ্যমে। কিন্তু জন্মের পরেই প্রায় ১০০ দিনের বেঁচে থাকার যুদ্ধ চলে মালতি মেরি চোপড়া জোনাসের। তাই মেয়েকে নিয়ে একটু বেশি সাবধানী প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই মেয়েকে কোলে নিয়ে অথবা মেয়ের সঙ্গে বিভিন্ন কায়দায় ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে মেয়ের মুখ আড়াল করে রেখেছেন তিনি। তাঁর অনুরাগীরাৎমালতি মেরির মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষা শেষ। বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার সদ্যোজাত মেয়েকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিল অনুরাগীরা। জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অব ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও।

এর আগে প্রিয়াঙ্কা মেয়ের ছবি শেয়ার করলেও তার মুখটা ঢাকা ছিল। তবে শুধু প্রিয়াঙ্কাই নন, অনুষ্কা থেকে শুরু করে সোনম কাপুর, আলিয়া ভাট, বিপাসা বসু, কোনও অভিনেত্রীই সন্তানের মুখ প্রথমে প্রকাশ্যে আনেননি। তবে এবার অপেক্ষা শেষ। সামনে এল প্রিয়াঙ্কার মেয়ের পুরো ছবি। মালতীর মুখ প্রকাশ্যে আসতেই অনুরাগীরা বেশ খুশি। অনুষ্ঠানে কফি রঙের আউটফিটে ধরা দেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে কোলে নিয়ে দর্শকাসনে প্রথম সারিতে বসা ছিলেন অভিনেত্রী। এদিন ক্রিম রঙের সোয়েটার, মাথায় হেয়ারব্যান্ড পরে দেখা মেলে একরত্তির। মায়ের সঙ্গে লাল রংয়ের টুইনিং ড্রেসে দেখা গিয়েছিল লিটল প্রিন্সেসকে।ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন দেশি গার্ল। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমাকে নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে’। ছবিতে দেখা যাচ্ছে, তিনজন জোনাস ব্রাদার্স তাদের ওয়াক অব ফেম সার্টিফিকেট নিয়ে মঞ্চে দাঁড়িয়ে আছেন। প্রিয়াঙ্কা এবং মালতী তাদের দর্শকদের মধ্যে থেকে দেখছেন।প্রতিবারই নানাভাবে মেয়েকে সকলের থেকে আড়াল করতে সক্ষম হয়েছেন অভিনেত্রী। তবে অবশেষে সমস্ত লুকোচুরি শেষ করে প্রকাশ্যে এল মালতি মেরির মুখ। এই প্রসঙ্গে নেটিজেনরা প্রথমবার প্রিয়াঙ্কার কন্যাকে দেখে মন্তব্য বাক্সে ভালোবাসা উজাড় করেছেন। এক নেটিজেনের মন্তব্য, ‘মালতী যেন নিকের মুখ বসানো।’ কেউ লিখেছেন, ‘খুব মিষ্টি দেখতে মালতীকে।’ কারও মন্তব্য, ‘ওএমজি আপনার মেয়ে আপনার স্বামীর ডিএনএ!’ এক নেটিজেন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরো তো ওর বাবার মতো দেখতে।’

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News