Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ট্রেন আসতেই ঝাঁপিয়ে পড়লেন লাইনে

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

ট্রেন আসার অপেক্ষায় প্লাটফর্মের সময় কাটাচ্ছিলেন অনেক যাত্রীই। কিন্তু কে বলতে পারে তাদের মধ্যেই কারোর উদ্দেশ্য ট্রেনে ওঠা নয় ট্রেনের তলায় পড়া। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো মুম্বাইয়ের ভিলে পার্লে স্টেশনে। ট্রেন আসার অপেক্ষা করতে থাকা যাত্রীদের মধ্যেই এক ব্যাক্তির প্ল্যাটফর্মের ধারে অনেকবারই যাওয়া আসা করছিলেন এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে তার এই বারংবার লাইনের ধারে গিয়ে ট্রেন আসছে কিনা তা দেখতে যাওয়ার দৃশ্য। যথারীতি ট্রেনও আসে এবং সঙ্গে সঙ্গে ঘটে যায় এক অবাক করা ঘটনা, সেই ব্যক্তি ট্রেন আসার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে পড়ে লাইনে, কিন্তু ট্রেন থামেনা, অপেক্ষা ট্রেন টি প্ল্যাটফর্ম ছাড়ার আর তারপর যা হওয়ার তাই হল।সহযাত্রীদের অসহায়ের মতো দেখতে হলো সেই কাটা পড়ে থাকা মৃতদেহ। রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে সেই ব্যক্তি রেলেরই চিফ লোকো ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তবে কেন তারে আত্মহত্যা? এর পিছনে ছিল কি কোন ব্যক্তিগত কারণ? নাকি তার এই কাজ সংক্রান্ত কোনো বিষয় জড়িয়ে আছে তার এই আত্মহত্যার পিছনে? তবে কারণ যাই হোক পুলিশি তদন্তে উঠে আসবে তার মৃত্যুরহস্য।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News