Flash News
Tuesday, September 23, 2025

অসুস্থ ইলিয়ানা ডিক্রুজ, হাসপাতালের বিছানা থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

নতুন বছর  শুরু হতে না হতেই  আবারো একটি দুঃসংবাদ,  অসুস্থ  বলিউডের   গ্ল্যামার  কুইন  ইলিয়ানা ডিক্রুজ।হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। কয়েক বছর ধরেই বড় পর্দায় দেখা  যায় না  অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজকে। এই অভিনেত্রী এক সময় দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও চুটিয়ে অভিনয় করেছেন। ‘বরফি’তে রণবীর কাপুরের সাথে সহ অভিনেত্রী হিসাবে অভিনয় করে শ্রুতি হয়ে নজর কেড়েছেন দর্শকদের। তবে শুধুমাত্র রনবীর কাপুরই নয় বলিউডে অজয় দেবগন, সাইফ আলি খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন ইলিয়ানা। সাফল্যও পেয়েছেন। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। তবে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন ইলিয়ানা, হাসাপাতালে ভর্তি অভিনেত্রী ,চলেছে স্যালাইনও। সংবাদ মাধ্যম সূত্রের খবর, শরীরে হঠাৎ জলের পরিমাণ কমে যায় ইলিয়ানার। আর তাই সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ৩ বোতল আইভি ফ্লুইড বা স্যালাইন দেওয়া হয় তাঁকে। এখন কিছুটা  সুস্থ আছেন  তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের আপডেটের খবরও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় শুয়ে  ছবি শেয়ার করেছেন ইলিয়ানা।ছবিতে দেখা যাচ্ছে  নো মেকআপ লুকে হাসপাতালের বিছানায় বিশ্রাম করছেন ইলিয়ানা। তিনি  লেখেন,'গত কয়েকদিনে যাঁরা আমার খবরাখবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি।’

উল্লেখ্য, গত বছর  থেকে বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের আনাচে-কানাচে কানপাতলে শোনা যাচ্ছিল ইলিয়ানা নাকি ক্যাটরিনা কইফের ভাইয়ের সঙ্গে ডেট করছেন। ক্যাটরিনার ভাইয়ের নাম সেবাস্তিয়ান লরেট মিশেল। পেশায় তিনি লন্ডনের একজন মডেল।গত বছর ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানাও। সংবাদ মাধ্যম সূত্রের খবর ,এর আগে বেশ কয়েকবছর ধরেই বলিউড ফটোগ্রাফার অ্যান্ড্রু নীবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এমনকি  কানাঘুষো এমনটাও শোনা গিয়েছিল যে তাঁরা নাকি বিয়েও সেরে  ফেলেছিলেন । যদিও এই প্রসঙ্গে কখনই মুখ  খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News