Flash News
Tuesday, September 23, 2025

সালমানকে নিয়ে নেট দুনিয়ায় ছড়াছড়ি শাহরুখের মন্তব্য

banner

journalist Name : Papri Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

বলিউড বাদশা বলতে সারা বিশ্বের মানুষ একজনকেই চেনেন। হাজার হাজার নয় , কোটি কোটি ভক্তের ছড়াছড়ি তাঁর সামনে। বহু মানুষের ভালোবাসার চাদরে মুড়ে রয়েছেন শাহরুখ খান। ভক্তরা অধীর অপেক্ষায় বসে থাকে বলিউড বাদশার যেকোনো ছবি মুক্তি পাওয়ার জন্য। ১৯৯২ সালে ' দিওয়ানা ' সিনেমা দিয়ে নিজের কর্মজীবন শুরু করলেও ১৯৯৩ সালের ' বাজিগর ' ও ' ডর ' তাঁকে পৌঁছে দেয় অন্য এক মাত্রায়। বলিউড জগতের প্রায় বেশিরভাগ নায়িকার সাথেই অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ২০০৭ সালে প্রথম শাহরুখ ও দীপিকা পাড়ুকোনকে একসাথে বড়ো পর্দায় দেখতে পান দর্শকেরা। ছবি মুক্তি পাওয়ার পরই যথেষ্ট সাফল্য অর্জন করেছিলো এই জুটি। ২০১৪ সালে ' হ্যাপি নিউ ইয়ার ' এর পর আবার দীর্ঘ ৮ বছর পর দর্শক দেখতে পেলো  শাহরুখ - দীপিকা জুটিকে। ' ওম শান্তি ওম ' , ' হ্যাপি নিউ ইয়ার ' এর পর এবার একটু ভিন্ন মাত্রার গল্প নিয়ে বড়ো পর্দায় আসলো শাহরুখ খান ও দীপিকা পাডুকোন। চার বছর আগে ' জিরো ' সিনেমায় অনুষ্কা শর্মার সাথে অভিনয়ের পর ফিরে এলেন বলিউড বাদশা।
ছবি মুক্তির আগেই ছবি নিয়ে শুরু হয়েছিলো বিশেষ উত্তেজনা। তৈরি হয়েছিলো এক বড়ো জটলা। আবার অনেকেই বাদশাকে বড়ো পর্দায় দেখতে পেয়ে খুশিতে আত্ম। মুক্তির পরই বক্স অফিসে সাড়া ফেললো এই ছবি। বিভিন্ন সিনেমাহলে দেখা গেলো লম্বা লাইন। তবে শুধু শাহরুখই নয় , উপরি পাওনা হিসাবে এই ছবিতে দেখা মিললো সালমান খানেরও। শাহরুখ ভক্ত ও সালমান ভক্তদের কাছে এ এক বিশেষ সুখবর। একই পর্দায় ধরা দিলো তাঁরা দুজনেই। উত্তেজনার হার যেনো বেড়ে গিয়েছিলো আগেই। বলিউড জগতে এই দুই খানের জুরি মেলা ভার। বহু বছর ধরে এনারা দাপিয়ে বেড়াচ্ছেন বলিপাড়ায়। ১৯৮৮ সালে ' বিবি হো তো অ্যায়সা ' দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সালমান খান। ১৯৮৯ সালে সালমান অভিনীত ' ম্যায়নে প্যয়ার কিয়া ' দর্শকদের মন জয় করেছিলো। এবার ' পাঠান ' ছবিতে শত্রুদের হাত থেকে শাহরুখ খানকে রক্ষা করতে দেখা গেলো সালমান খানকে। সম্প্রতি ট্যুইটাকে 'আস্ক এসআরকে' - তে একজন মন্তব্য করেন , ' পাঠান তো হিট হয়ে গেল। কিন্তু বক্স অফিসে সালমনের মোকাবিলা করতে পারবেন না '। এই প্রশ্ন একটিবারের জন্যেও বিচলিত করেনি কিং খানকে। বরং খুশি হয়ে তিনি উত্তর দিয়েছিলেন , ' সলমন ভাই তো। ওই যে তরুণ প্রজন্ম কী একটা বলে যেন... হ্যাঁ GOAT... সর্বকালের সেরা '। ইতিমধ্যেই বক্স অফিসে চারশো কোটি পার করেছে ' পাঠান '। এক ভক্ত বাদশাকে প্রশ্ন করেছিলেন , ' পাঠানের কালেকশন দেখে কেমন লাগছে? '। এর উত্তরে তিনি বলেন ,  ' নম্বর তো ফোনের হয়। আমি তো খুশির হিসেব রাখি '। হাজার বিতর্কের মধ্যেও ' পাঠান ' সাফল্য অর্জন করেছে। ভালো মন্তব্যের পাশাপাশি এই ছবি মুক্তি নিয়ে ছিলো বহু বিতর্ক , হুমকি। সবকিছু মুছে ফেলে আবারও শাহরুখ খান প্রমাণ করে দিলেন তাঁর জায়গা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News