Flash News
Monday, September 22, 2025

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অক্ষর ও মেহা

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

ফের বিয়ের হিড়িক ক্রিকেট মহলে। সাত পাকে বাঁধা পড়ছেন টিম ইন্ডিয়ার একের পর এক সদস্য। কয়েক দিন আগেই বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল। এই ক্রিকেটারের বিয়ের পর এবার বিয়ে করলেনও অক্ষর প্যাটেল। দীর্ঘ দিনের প্রেমিকা মেহা প্যাটেলকে বিয়ে করেছেন এই অলরাউন্ডার। মেহা প্যাটেল পেশায় একজন ডায়টেশিয়ান এবং নিউট্রিশিয়ানিস্ট। তিনি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ডায়েট প্ল্যান শেয়ার করে থাকেন। অক্ষর প্যাটেল এবং মেহাকে ইতিপূর্বে বেশ কয়েকবার একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে। সম্প্রতি দুজনে আমেরিকাও গিয়েছিলেন।অক্ষর-মেহার বাগদান পর্ব সারা হয়েছে ২০২২-এর ২০ জানুয়ারি। গুজরাতের মেয়ে মেহা পেশায় তিনি নিউট্রিশনিস্ট। দীর্ঘ দিন ধরে অক্ষরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কে এল রাহুলের পর চুপিসারে বিয়ে সারলেন অক্ষর প্যাটেল, পাত্রী মেহা প্যাটেল। বিয়েতে একেবারে ‘ম্যাচিং’ পোশাক পরেন অক্ষর ও মেহা। ভারতীয় তারকা তথা সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটের শেয়ার করা ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গিয়েছে, সাদা রঙের কুর্তা পরেছেন অক্ষর। একই রঙের লেহেঙ্গা পরেছেন মেহা। সেইসঙ্গে দু'জনের পোশাকেই প্রচুর কাজ করা ছিল। সেই ‘ম্যাচিং’ পোশাকের মধ্যে দু'জনের সাতপাকে বাঁধা পরার মুহূর্তটা আরও যেন মনমুগ্ধকর হয়ে উঠেছে। বিয়ের আগে ‘সংগীত’-এও একেবারে ‘অল-রাউন্ড’ পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন অক্ষর। বলিউডের রোম্যান্টিক গানে মেহার সঙ্গে তাঁকে জমিয়ে নাচতে দেখা যায়।

প্রজাতন্ত্র দিবসে গুজরাটের ভাদোদারায় বিয়ে হল অক্ষর-মেহার। বেশ কয়েকজন ক্রিকেটার বিয়ের আসরে নিমন্ত্রিত ছিলেন। বৃহস্পতিবার গুজরাটের বগোদরায় বিয়ে হয়েছে অক্ষর-মেহার। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েকজন ক্রিকেটারও আমন্ত্রিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। তবে বিয়ের এই খবর সেভাবে প্রচার করতে চাননি অক্ষর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও এবং ছবিতে অক্ষর প্যাটেলকে ঘোড়াতে দেখা যাচ্ছে। এই দম্পতির বিয়ে নিয়ে বেশ শিরোনাম হচ্ছে। এর কয়েকদিন আগেই বলিউড অভিনেত্রী আথিয়া শেঠিকে বিয়ে করেছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএল রাহুল। ভাইরাল হওয়া ভিডিওতে মেহাকেও নাচতে দেখা যায়। অক্ষর ও মেহার সঙ্গে একটি ছবি টুইট করেছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ। এতে অক্ষর ও মেহাকে নীল পোশাকে দেখা গেছে। এই দুজনের ছবি নিয়ে ভক্তরা নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News