রাজ্যপালের উপস্থিতিতেই রাজভবনে আগুন

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

রাজভবনে অগ্নিকাণ্ড। সোমবার সন্ধেয় রাজ্যপালের বৈঠক চলাকালীন রাজভবনের তিনতলার বলরুমে আগুন লাগে। খবর পেয়ে বলরুমে পৌঁছে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।
সোমবার সন্ধায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এডিজির সঙ্গে রাজভবনে বৈঠক করছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, বৈঠক চলাকালীন তিনতলার বলরুমে আগুন ধরে যায়। ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে। রাজভবনের চাপরাশি বিষয়টি দেখতে পেয়ে রাজ্যপালকে খবর দেন। বৈঠক ছেড়ে তৎক্ষণাৎ বলরুমে চলে আসেন রাজ্যপাল। রাজভবনের নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকলের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে আগুন।

শহরের সব থেকে হাইপ্রোফাইল বাড়িতে আগুন লাগায় ছড়িয়ে পড়ে উদ্বেগ। রাজভবন সূত্রে খবর, সম্পূর্ণ সুরক্ষিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আপাতত নিয়ন্ত্রণে আগুন। উদ্বেগের কোনও কারণ নেই। জানা গিয়েছে, এদিন রাজভবনের তিনতলায় বলরুমে আগুনের শিখা দেখা যায়। যেখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে তার পাশেই রাজ্যপালের স্যুইট অর্থাৎ থাকার জায়গা।
প্রাথমিকভাবে অনুমান, বলরুমের টিউবে পুরনো তারের জঙ্গলে আগুন লেগে যায়। সেখানে শর্ট সার্কিটের কারণে এই আগুন লাগে বলে অনুমান। কেন রাজভবনের মতো এত সুরক্ষিত জায়গায় আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা । রাজভবনে বৈদ্যুতিক তারের সংযোগ খতিয়ে দেখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক অতীতে এমন উদাহরণ আগে দেখা যায়নি। রাজভবনের মতো জায়গায় অগ্নিকাণ্ডে স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক। আগুন বেশি ছড়ালে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News