Flash News
Tuesday, September 23, 2025

দ্বিতীয় বার বিয়ের পিড়িতে বসলেন হার্দিক পান্ডিয়া

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

একবার বিয়ে করে ক্ষান্ত হননি,আবার দ্বিতীয় বারের মত বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। পাত্রী কে? না, পাত্রী অন্য কেউ নন বরং হার্দিক এর ই বিয়ে করা স্ত্রী নাতাশা স্টানকোভিচ। গত ১৪ ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে দ্বিতীয়বার বিয়ে করেন তারা। বিয়ে হয় খ্রিস্টান মতে। আবার গতকাল, ১৬ ফেব্রুয়ারি হিন্দু ধর্ম মেনে জাকজমক ভাবে বিয়ে করেন তারা। বিয়ের আসর বসেছিল রাজস্থানের উদয়পুর এ। ২০২০ সালে হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা স্টানকভিচ একে অপরকে ডেটিং করা শুরু করেন। ২০২০ এর পহলা জানুয়ারি অনুরাগীদের সাথে একটি ভিডিও শেয়ার করে নেন তারা, যেখানে দেখা যাচ্ছে একেবারে ফিল্মি কায়দায় হাঁটু গেড়ে নাতাশা কে প্রপোজ করছেন হার্দিক। তাদের সম্পর্কের খবর জানানোর কয়েক মাসের মধ্যেই নাতাশা ও হার্দিক তাদের বিয়ের ফটো পোস্ট করেন ও একই সাথে নাতাশা এর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর ও শেয়ার করে নেন সবার সাথে। তখন করোনা এর চোখ রাঙানি তে ঘরোয়া ভাবেই অতি সাধারণ ভাবে বিয়ে সেরে ছিলেন তারা। এরপর তাদের জীবনে আসে তাদের পুত্র সন্তান অগস্ত্য। মাঝে কেটে গেছে ৩ টে বছর। ছেলে কে একসাথে বড়ো করছেন। এখন ছেলে কিছুটা বড়ো হয়েছে, করনার দাপাদাপি ও কমে গেছে অনেকটা, বিধিনিষেধ ও নেই তেমন। তাই এবারের প্রেম দিবসে আবার দ্বিতীয় বার বিয়ে সেরে ফেললেন তারা। বন্ধু বান্ধব, নিকট আত্মীয় ও পরিবারের লোকজন কে নিয়ে বিয়ে করলেন তারা। বিয়ে হয় রাজস্থানের উদয়পুর এ। খ্রিষ্টান মতে বিয়ে করলেন তারা। সাদা গাউন এ নাতাশার অপূর্ব সাজ নজর কেড়েছে নেট পাড়ার। হার্দিক পড়েছিলেন কালো রঙের শুট। ছেলে অগস্ত্যকেও দেখা যায় কালো রঙের সুটে। বিয়ের পর নিজেদের দুজনের ও ছেলে অগস্ত্যকে নিয়ে কিছু ফটো পোস্ট করেন হার্দিক ও নাতাশা আর মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল ও হয়। এরপর গতকাল হিন্দু মতে চার হাত এক করেন তারা। হার্দিক কে দেখা যায় এক সাদা রঙের জমকালো শেরওয়ানিতে আর নাতাশা ও সেজে ওঠে এক অফ হোয়াইট ও লাল রঙের লেহেঙ্গাতে। এক বিলাসবহুল রিসর্ট এ বিয়ে সেরে ফেলেন তারা। বিয়ে তে হার্দিক এর দাদা, ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়া ও তার স্ত্রী পাঙ্খুরী উপস্থিত ছিলেন। এছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বিরাট কোহলি - অনুষ্কা শর্মা, কে এল রাহুল-আথিয়া শেট্টি  প্রমুখ তারকারা। তাদের উদয়পুর এর জন্য রওনা হতে দেখা যায়।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News