Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আজকের রাশিফল

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

অনেক মানুষ ই দিনের শুরুটা রাশিফল দেখে করতে পছন্দ করেন।দৈনন্দিন জীবন,ব্যাবসা ,চাকরি ,পড়াশোনা ,পারিবারিক সমস্ত বিষয়েই আগাম কিছু আভাস পাওয়া যায় এই রাশিফল থেকে।আজকের দিনটি কোন রাশির জন্য ভালো দেখে নিন একনজরে।- 
রাশি মেষ - আজকের দিনে সকালবেলা দুশ্চিন্তা থাকতে পারে ।স্ত্রী এর কোনো কাজের জন্য প্রসন্ন হবেন ।শিক্ষক দের জন্য আজকের দিন টি ভালো ।প্রেমে সমস্যা দেখা দিতে পারে ।সন্তান দের নিয়ে চিন্তায় থাকতে পারেন।
রাশি বৃষ - পড়াশোনার জন্য আজকের দিন টি ভালো ।চাকরি ও ব্যাবসার জন্যও দিনটি সুন্দর ।বাড়ির কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে ।লটারি থেকে আয় হতে পারে ।অযথা ব্যায় হতে পারে ।
রাশি মিথুন - কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে ।বৈবাহিক জীবনে শীঘ্রই সুখবর আসতে চলেছে । পেটের সমস্যা দেখা দিতে পারে ।কর্মক্ষেত্রে আয় বাড়বে ।বিয়ের যোগ আসতে পারে ।
রাশি কর্কট - পিতার সঙ্গে মনোমালিন্য হতে পারে ।সপরিবারে ভ্রমণের পরিকল্পনা এখন না করা ই ভালো ।বৈবাহিক জীবনে অশান্তি দেখা দিতে পারে ।বিয়ের প্রস্তাব আসতে পারে ।সম্মানহানি হতে পারে ।খেলাধুলোর জন্য আজকের দিনটি ভালো ।
রাশি সিংহ - ব্যাবসায় লাভ হতে পারে ।খেলাধুলোর জন্য আজকের দিন টি শুভ ।একাধিক উপায় এ উপার্জন করতে গিয়ে বিপদ হতে পারে ।কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে ।নতুন কাজের সন্ধান পেতে পারেন।
রাশি কন্যা - ব্যাবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে ।বন্ধুদের আগমনে খরচ বৃদ্ধি হতে পারে ।ক্রোধ নিয়ন্ত্রনে রাখতে হবে ।প্রেমের কারণে আনন্দ অনুভব করবেন ।ভাই বোনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হতে পারে ।
রাশি তুলা - লিভারের সমস্যায় ভুগতে পারেন ।পড়াশোনায় ক্ষতি হতে পারে ।প্রেমে সুখলাভ ।ব্যাবসায়িক ক্রয় বিক্রয় মোটা অংকের লাভ হবে ।কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারেন ।উচ্চ পদের চাকরির খোঁজ পেতে পারেন ।
রাশি বৃশ্চিক - শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে ।ব্যাবসায় লাভ হতে পারে ।স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ।কোনো স্ত্রীলোক এর দ্বারা ক্ষতি হতে পারে ।টাকাপয়সা ভেবে চিন্তে খরচ করতে হবে ।

রাশি ধনু - কোমরের যন্ত্রণা বাড়তে পারে ।স্ত্রীর কাজে অবাক হবেন ।সন্তানের ব্যাবহারে মনে আঘাত পেতে পারেন ।নিজেকে নিয়ে গর্ববোধ হবে ।সেবামূলক কাজ করে মনে আনন্দ পাবেন ।জ্বর ,ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ।
রাশি মকর - বেশি কথা বলবেন না ,সমস্যায় পড়তে পারেন ।প্রতিবেশীর সাথে বচসায় মামলা মোকদ্দমা পর্যন্ত যেতে হতে পারে ।কৃষিকাজে সাফল্য আসবে ।ব্যাবসায় বিবাদ দেখা দিতে পারে।ব্যাবসায় লাভের যোগ আছে । নিকটের কোনো আত্মীয়ের জন্য সংসারে সমস্যা হতে পারে ।
রাশি কুম্ভ - প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে এমনকি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে ।স্ত্রীর সঙ্গে সমস্যার সমাধান হতে পারে ।স্ত্রী এর কারণে প্রচুর পরিমাণে অর্থব্যয় হবে ।পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে।ধৈর্য্য ধারণ করতে হবে ।
রাশি মীন - ব্যাবসায়িক ক্ষেত্রে তর্ক বিতর্ক তৈরি হতে পারে ।বন্ধুর কারণে কষ্ট পেতে পারেন ।প্রতিবেশীর জন্য আপনার সম্মানহানি হতে পারে ।পরিবারের লোকজনের ব্যবহারে দুঃখ পেতে পারেন ।ভালো কাজে সাফল্য লাভ করবেন ।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News