Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

প্রেমিকার মৃতদেহ ফ্রিজে

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

দিল্লির এক ধাবার মালিক সাহিল গেহলা নামের এক যুবক, পুলিশের কাছে গিয়ে নিজের সব অপরাধ স্বীকার করে নিলেন। নিজের পুরনো প্রেমিকাকে খুন করে তার মৃতদেহ ফ্রিজে ঢুকিয়ে রেখে নতুন জীবন শুরু করতে চলেছিলেন অন্য আর একজনের সাথে, এমন ঘটনা তিনি নিজেই স্বীকার করেছেন পুলিশের কাছে গিয়ে।

এই তথ্যের উপর ভিত্তি করে পুলিশ তদন্ত করে জানায় যে সাহিল নামের ওই যুবক তার পুরোনো প্রেমিকার গলায় চার্জারের তার জড়িয়ে তাকে খুন করেছিলেন। এবং তার পরেই সেই মৃতদেহকে তারই ধাবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন বলে দাবি করেছেন পুলিশ। 

তদন্তের মাধ্যমে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে অপরাধী কে গ্রেপ্তার করে পুলিশ। এবং তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করায় তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাহিল।

তিনি জানান প্রেমিকার নাম নিক্কি যাদব। একটি কোচিং সেন্টারে আলাপ হয়েছিল তার সঙ্গে। এবং তার পরই ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় তাদের মধ্যে, যথারীতি প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় 26 বছরের নিক্কি যাদব এবং সাহিল। দুজন দুজনের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে তারা একসঙ্গে থাকতেও শুরু করেছিল।


কিন্তু সাহিল জানায়,পরিবারের তরফ থেকে বিয়ের জন্য চাপ আসায় নিক্কিকে কিছু না জানিয়েই অন্য আরেকটি মেয়ের সঙ্গে আশীর্বাদ সেরে বিবাহের দিনক্ষণ ঠিক করে ফেলে তার পরিবার। 

কিন্তু এই ঘটনা বেশিদিন চাপা থাকে না নিক্কির কাছে। নিক্কি জানতে পারার পর সাহিলের সঙ্গে তুমুল ঝগড়ায় নিবদ্ধ হয়েছিল। এবং তার পরই সাহিল গাড়িতে করে নিক্কি কে নিয়ে কাশ্মীরের আইএসবিটির কাছে গিয়েছিল। ঝগড়া চূড়ান্ত পর্যায় পৌঁছায় গাড়ির মধ্যেই কাশ্মীরের আইএসবিটিতে। প্রেমিকার মুখ বন্ধ করার জন্য সাহিল হঠাৎই গাড়ির মধ্যে থাকা চার্জারের তার নিক্বীর গলায় জড়িয়ে ধরে। যথারীতি শ্বাস রুদ্ধ হয়ে মারা যায় যুবতী।

সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে নিজের ভাবায় চলে আসে সাহিল এবং সেখানেই প্রেমিকার মৃতদেহকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে নতুন জীবনে পা রাখতে চলেছিলেন সাহিল।

কিন্তু পুলিশের কাছে খবর আসায় তদন্ত শুরু করে যুবতীর দেহ উদ্ধার করে জানতে পারা যায় যুবতীর বাড়ি হরিয়ানার ঝাঝরে, তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News