Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ফের ভূমিকম্প

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

তুরস্ক আর সিরিয়ার পর আবার ভূমিকম্প। কিন্তু কোথায় ? জানা যাচ্ছে আজ ভোর চারটে নাগাদ সিকিমে অনুভূত হয়েছে এই ভূমিকম্প যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে রয়েছে সিকিমবাসী। আর হবেনা কেন। তুরস্ক এবং সিরিয়া যার কারণে এখন মৃত্যুপুরী সেই ভূমিকম্পের নাম শুনলেই মানুষ আতঙ্কিত। কিন্তু এবারও সিকিমে অনুভূত হলো সেই ভূমিকম্প। যার উৎস স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে সিকিমের ইয়কসমের উত্তর পশ্চিমে প্রায় ৭০ কিলোমিটার দূরে। মাটি থেকে যার গভীরতা প্রায় ১০ কিলোমিটার। তবে ক্ষয়ক্ষতি? বিশেষ করে এটি শুনে নিশ্চিত যে এই ভূমিকম্পের জেরেও কোন প্রাণহানি ঘটেনি। তবে যেহেতু এটি একটি পার্বত্য এলাকা, তাই এখনো পর্যন্ত ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে পর্যবেক্ষণের তালিকা হিসেবে ধরা হয়েছে সিকিম রাজ্যটিকে। সম্প্রতি তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের কারণে পার্শ্ববর্তী কয়েকটি এলাকার গুলিও ভূমিকম্পের কবলে পড়তে পারে বলেই ধরা হয়েছে। তেমনভাবেই ভূমিকম্পের কবর থেকে সরানো হয়নি ভারতকেও। এবং শোনা যায় তুরস্ক এবং সিরিয়ার পরেই ভূমিকম্পের কবলে পড়েছিল অসম রাজ্যটি যেখানে রিক্টার স্কেলে তার মাত্রা দাঁড়িয়ে ছিল ৪। এরপর ভূমিকম্পের কিছুটা অনুভূতি দেখা দিয়েছিল যেখানে রিরেক্টর স্কেলে মাত্রা উঠেছে ৪.২। আমরা সকলেই জানি সিকিমের খুব কাছাকাছি অবস্থান করছে গ্যাংটক যেখানে প্রতিবছর বহু মানুষ পর্যটনে আসে। সাধারণত এই গ্যাংটক নামক স্থানটি রয়েছে সিকিম থেকে ১২০ কিলোমিটার দূরে। তাই স্বাভাবিকভাবেই সিকিমের এই ভূমিকম্পের পরে পর্যটক বাসি এবং গ্যাংটক বাসিরাও আতঙ্কিত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News