Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

কখনও ঠান্ডা ভাব, কখনও ভ্যাপসা গরম!কতদিন সইতে হবে আবহাওয়ার মতিভ্রম?

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

কখনও গরম তো কখনও আবার ঠান্ডা। ক্ষণে ক্ষণে ভোলবদল। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ফেব্রুয়ারি মাসেও মাথার উপর ঘুরছে পাখা। আলিমারিতে তোলা হয়েছে শীত পোশাক। রাতে ফের শীত শীত ভাব। ঘন ঘন ভোলবদলে ভাইরাল ফিভারে জেরবার হচ্ছে মানুষ। বিশেষত প্রবীণ নাগরিক এবং শিশুদের নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় তাপমাত্রা বাড়তেই থাকবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।

আগামী কয়েকদিন রাজ্যে গরম বাড়বে বলেই পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে তাপমাত্রা ৩১ ডিগ্রি পর্যন্ত ছোঁবে । প্রাথমিক ভাবে সতর্কতা হাওয়া অফিসের । আবহাওয়া ক্রমেই পাল্টে যাচ্ছে, একটা চাপা বা ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হবে ।


এর মাঝে বৃষ্টিপাত হবে পর পর তিনদিন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এমনিতেই আবহাওয়া থাকবে শুকনো । সকালের দিকে হালকা কুয়াশা থাকবে । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকবে ।

গরমের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে । আগামী ২-৩ দিন বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি অর্থাত্‍ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে কুয়াশা থাকতে পারে । বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

মৌসম ভবন জানিয়েছে, পাকিস্তান থেকে রাজস্থান পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। এই মুহূর্তে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে কাশ্মীর ভ্যালি, জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। পঞ্জাব, চন্ডীগড় এবং হরিয়ানার কিছু অংশেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। অসম এবং মেঘালয়ে শনি ও রবিবার ঘন কুয়াশার দাপট দেখা যাবে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News