Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

গলায় আটকে থাকা মাছের কাঁটা বের করুন এক নিমেষে

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

কথায় আছে," মাছে ভাতে বাঙালি "।মাছ ছাড়া বাঙালির যেনো চলতে চায় না ।দিন আনি দিন খাই বাড়িতেও মানুষ সপ্তাহে অন্তত এক টা দিন চেষ্টা করে মাছ জোগাড় করতে ।বাঙালির প্রায় প্রতিদিনের খাদ্যতালিকা তেই থাকে গরম ভাতের সাথে মাছের নানান রকম পদ ।এমনকি ঘটি বাঙাল এর চিংড়ি আর ইলিশ নিয়ে লড়াই ও রয়েছে ।

তবে অনেক সময় অন্যমনস্ক ভাবে খেতে গিয়ে বা কখনো ছোটো কাটা বুঝতে না পেরে খাওয়ার এর সাথে কাঁটা ও চলে যায় মুখে এর গলায় আটকে যায়। এই কাঁটা বের করা খুব ই যন্ত্রণা দায়ক হয়।

তবে কয়েকটি ঘরোয়া উপায়ে বের কড়া যেতে পারে গলার কাঁটা ।কিভাবে আমরা এই কাঁটা বের করতে পারি তার কয়েকটা উপায় উল্লেখ করা হলো নিচে ।- 

• শুকনো মুড়ি না চিবিয়ে গিলে খাওয়ার চেষ্টা করতে হবে ।এতে কাঁটা ছেড়ে যায় ।

• ভাত কে ছোটো ছোট বলের মত দলা পাকিয়ে গিলে খেলে কাঁটা ছেড়ে যায় ।

• বাড়িতে পাউরুটি থাকলে পাউরুটি কে দুধে ভিজিয়ে খেলেও উপসম হয় ।একবারে না হলে বারবার টোটকা প্রয়োগ করে দেখুন ।


• সফট ড্রিংক বা নরম পানীয় অর্থাৎ কার্বনেটেড পানীয় খেলেও কাঁটা বের হয়ে যায় ।

• পাকা কলা কে টুকরো টুকরো করে খেলেও কাঁটা বেরিয়ে যায় । কলা পিচ্ছিল হওয়ায় কাঁটা সহজে বেরিয়ে যায় ।

• পাতিলেবু এর সাথে লবণ মিশিয়ে চুষে খেলেও কাঁটা বেরিয়ে যায়।

• জলে স্বল্প পরিমাণে ভিনিগার মিশিয়ে খেলেও উপশম হয় ।

• এক চা চামচ এডিবল অলিভ ওয়েল খেলে কাঁটা নেমে যেতে পারে।অলিভ অয়েল পিচ্ছিল হওয়ায় কাঁটা বের হতে সহজ হয় ।তবে তেল খেতে হবে স্বল্প পরিমাণে।

     উপরের ঘরোয়া টোটকা গুলিতে কাজ না দিলে বেশি দেরি না করাই ভালো ।কোনো ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসক এর পরামর্শ নেওয়া দরকার ।নাহলে বিপদ বাড়তে পারে।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News