Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজকের রাশিফল

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

অনেক মানুষ ই দিনের শুরুটা রাশিফল দেখে করতে পছন্দ করেন।দৈনন্দিন জীবন,ব্যাবসা ,চাকরি ,পড়াশোনা ,পারিবারিক সমস্ত বিষয়েই আগাম কিছু আভাস পাওয়া যায় এই রাশিফল থেকে।আজকের দিনটি কোন রাশির জন্য ভালো দেখে নিন একনজরে।- 

 রাশি মেষ - ছোটো খাটো শারীরিক সমস্যা হতে পারে।ব্যাবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ।মা এর সাথে বচসা হতে পারে ।চক্ষুরোগ দেখা দিতে পারে ।বাইরের লোকের জন্য অর্থব্যয় বেশি হতে পারে।

রাশি বৃষ - পুরনো পাওনা আদায় হতে পারে ।কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক হতে পারে ।আয় ও সঞ্চয় বৃদ্ধি হতে পারে ।ভ্রমণের জন্য দিনটি সুখকর নয় ।

রাশি মিথুন - ব্যাবসায় ঝামেলা বৃদ্ধি হতে পারে।ভাই এর সাথে বিবাদ দেখা দিতে পারে ।পিতার শরীর নিয়ে উদ্বিগ্ন থাকবেন ।অতিরিক্ত খরচের জন্য চিন্তায় থাকবেন ।পড়াশোনার ক্ষেত্রে সুখবর আসতে পারে ।

রাশি কর্কট - মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে ।পেটের সমস্যা দেখা দিতে পারে ।মা এর শরীর নিয়ে চিন্তা থাকবে।খরচ বৃদ্ধি নিয়ে স্ত্রী এর সাথে ঝামেলা হতে পারে ।বন্ধুর সাথে ভ্রমণ হতে পারে ।

রাশি সিংহ - শরীরে জড়তা আসবে ।দাঁতের সমস্যা দেখা দিতে পারে।বিলাসিতায় জন্য প্রচুর অর্থব্যয় হবে ।পিতার সাথে তর্কাতর্কি হতে পারে । রাজনৈতিক দের জন্য দিন টি ভালো ।

রাশি কন্যা - কম কথা বলবেন ।বন্ধুদের দ্বারা ক্ষতি হতে পারে ।শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে ।প্রেমে সমস্যা দেখা দিতে পারে ।কর্মক্ষেত্রে মহিলা কর্মচারীর সাথে ঝামেলা দেখা দিতে পারে ।নতুন কিছুর শুভ সূচনা হতে পারে 


রাশি তুলা - পড়াশোনার ক্ষেত্রে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে ।ব্যায় বাড়তে পড়ে।প্রেমের ব্যাপারে ভাবনা চিন্তা করে এগোতে হবে।মা এর সাথে বিবাদ দেখা দিতে পারে ।শারীরিক সমস্যা তৈরি হলে দ্রুত চিকিৎসা করান।

রাশি বৃশ্চিক - সারাদিন সাবধানে চলুন ,মামলা মোকদ্দমা তে জড়িয়ে পড়তে পারেন ।বন্ধুর সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে । আয় বাড়লেও পরিশ্রম করতেও হবে অনেক ।প্রেমে অশান্তি মিটে যেতে পারে ।

রাশি ধনু - শুভ কাজে বাধা দেখা দিতে পারে । প্রিয় বন্ধুর কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ।প্রিয়জনের বিশ্বাসঘাতকতা করতে পারে ,সাবধানে থাকুন ।বাড়িতে জীবজন্তু কেনা হতে পারে ।

রাশি মকর - ভাই এর সাথে বিবাদ হতে পারে ।রাস্তায় উটকো ঝামেলা হতে পারে ।লটারি তে অর্থলাভ হতে পারে ।নিকট কারোর জন্য দাম্পত্য কলহ তৈরি হতে পারে ।সন্তানদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে ।

রাশি কুম্ভ - কাছাকাছি কোথাও ভ্রমণ সম্ভব হতে পারে ।পড়াশোনায় উন্নতি হবে ।প্রতিবেশীর সাথে সমস্যা হতে পারে ।সংসারে শান্তি বজায় থাকবে ।অন্যের উপকার করবেন।বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন।

রাশি মীন - কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে ।বন্ধুর জন্য সংসারে সমস্যা সৃষ্টি হতে পারে ।মহিলাদের কাজের জন্য আজের দিন টি ভালো ।বাতের ব্যাথা বাড়তে পারে ।রাস্তায় সাবধানে চলাফেরা করুন ।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

জ্যোতিষ আজকের দিনে
Related News