Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শেষ হল ব্রিটিশ আমলের ১৪৫ বছরের পুরনো ট্রেনের যাত্রা!

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

শেষ হল ১৪৫ বছরের পথচলা। বর্তমান সময়ের আধুনিকীকরণের যুগে এবার চিরতরে বন্ধ হয়ে গেল মধ্যপ্রদেশের খারগোনে চলা ঐতিহাসিক ‘মীনাক্ষী এক্সপ্রেস’ (Minakshi Express)। ট্রেনটির শেষবারের যাত্রার সময় আবেগান্বিত হয়ে পড়লেন স্থানীয় লোকজনেরা।

গত ৩১ শে জানুয়ারী শেষবারের মত ট্রাকে যাত্রা করল ‘মীনাক্ষী এক্সপ্রেস’। এবার এই ১৪৫ বছরের অর্থাৎ ব্রিটিশ আমলের এই ট্রেনের ট্র্যাকটি আধুনিকীকরণ করা হচ্ছে। এই ট্রেনটি ব্রিটিশদের সময় অর্থাৎ প্রায় দেড় শতাব্দী ধরে মধ্যপ্রদেশের খারগোন জেলার ট্র্যাকে চলছিল। পুরানো এই ট্রেনটি শেষবারের মতো চলে যাওয়ায় মানুষের চোখ জলে ভরে যায়। এই উপলক্ষে রেলওয়ের কর্মচারী ও জনগণ ট্রেনের চালককে ফুলের মালা দিয়ে সম্মান জানান। ট্রেনটি ১২৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করত। ব্রিটিশ আমলের মিটারগেজ এখন ব্রডগেজে রূপান্তরিত হবে।


এই ট্রেনটি ব্রিটিশদের সময় অর্থাত্‍ প্রায় দেড় শতাব্দী ধরে মধ্যপ্রদেশের খারগোন জেলার ট্র্যাকে চলছিল। পুরানো এই ট্রেনটি শেষবারের মতো চলে যাওয়ায় মানুষের চোখ জলে ভরে যায়। এই উপলক্ষে রেলওয়ের কর্মচারী ও জনগণ ট্রেনের চালককে ফুলের মালা দিয়ে সম্মান জানান।

গত ৩১ শে জানুয়ারি এই ট্রেনটিকে তার শেষ যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ব্রিটিশ শাসনামলে মিটারগেজ ট্র্যাক তৈরি করা হয়েছিল, সেই ট্র্যাকে এই ট্রেন দীর্ঘ সময় যাবত চলত।

এই ট্রেনের যাত্রার ইতিহাসের কথা মনে রেখে নাগরিকরাও এই সময়ে বিষণ্ণ ছিল, তাই তাঁরাও এতে আনন্দ প্রকাশ করেছে। এখন এই ট্র্যাকের ব্রডগেজ পরিবর্তনের ফলে উত্তর থেকে দক্ষিণে সংযোগকারী এই ট্র্যাকটি উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে। নদীর উপর মজবুত রেলওয়ে সেতু ভেঙে ব্রডগেজের জন্য একটি নতুন সেতু নির্মাণের মহড়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News