Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বাল্যবিবাহ রোধে কড়া পদক্ষেপ নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

একটি অত্যন্ত অপরাধ জনক ঘটনা হলো বাল্যবিবাহ।যা প্রাচীন কাল থেকেই হয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় হল আজও আমাদের পৃথিবী মুক্ত হয়নি বাল্যবিবাহ থেকে,এখনো বিশ্বের প্রায় বিভিন্ন প্রান্তে বাল্যবিবাহের হদিস পাওয়া যায়।

 এই বাল্যবিবাহের জেরেই প্রায় প্রচুর সদ্যোজাত শিশু এবং গর্ভবতী মহিলার মৃত্যু ঘটছে যা সরকারের কাছে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।সেই দিক থেকে কম যায় না ভারতও, প্রশাসন বলছে ভারতে প্রায় ৩০ কোটি ২২ লক্ষ্ বাল্যবধূর হদিশ মিলেছে। এই সংখ্যাটায় মাত্রা ছাড়িয়েছে অসমে। তাই এই সমস্যার সমাধানে গোড়া থেকেই সমাধান করতে পারলে সুরাহা মিলবে এই সমস্যার এমনটাই মনে করছে রাজ্য সরকার।

তাই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসমের নগাঁও জেলা সফরে বেরিয়ে সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন এক সপ্তাহের মধ্যে সেই সমস্ত অপরাধীদের গ্রেফতার করা হবে যারা অপ্রাপ্তবয়স্ক বালিকাদের বিবাহ করেছেন।


মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর অসমের বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান শুরু হয় এবং সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয় বহু স্বামী যারা এই অপ্রাপ্তবয়স্ক নারীদের বিবাহ করেছেন এবং সাথে তাদের পরিবারকেও গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। 

কিন্তু তারপরেই শুরু হয় বিক্ষোভ, গ্রেফতার হওয়া স্বামীর মুক্তির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে থানার আশেপাশের এলাকা গুলি। বিনা দোষে তাদের স্বামীকে গ্রেফতার করা হয়েছে এমনটাই দাবি তুলেছেন স্ত্রীরা।




Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News