Flash News
Tuesday, September 23, 2025

বারুইপুরে রাস্তার পাশ থেকে এক পুলিশকর্মীর দেহ উদ্ধার, কি ছিল তার মৃত্যুর রহস্য

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

বুধবার সকালে বারুইপুর থানায় খবর আসে জয়নগর রোডে কীর্তনখোলা মহাশ্মশানের কাছে একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারুইপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখা যায় মৃত দেহটি ছিল বারুইপুর থানার এক পুলিশ কর্মী যার নাম দিগম্বর সো, বাড়ি হুগলি জেলার পান্ডুয়াতে। বারুইপুর জেলার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিল ওই পুলিশ কর্মীর এমনটাই জানিয়েছেন বারুইপুর থানার পুলিশ।


কিন্তু কি চলুনএই পুলিশকর্মীর মৃত্যুর রহস্য? তিনি কি নিজেই আত্মঘাতী হয়েছেন? নাকি খুন হয়েছেন তিনি? তবে পুলিশ এও কল্পনা করছেন নিছকই দুর্ঘটনাও হতে পারে এটি। তবে আসল ঘটনা তদন্তের পরেই জানা যাবে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তারপরেই জানা যাবে সেই পুলিশ কর্মীর আসল মৃত্যুর রহস্য।

ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়, তবে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্ঘটনা বিনোদন
Related News