Flash News
Tuesday, September 23, 2025

দশম ও দ্বাদশের পরীক্ষার দিন জানাল সিবিএসই,প্রকাশিত অ্যাডমিট কার্ড, ডাউনলোডের তথ্য জানুন

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করল সিবিএসই (CBSE) বোর্ড। মঙ্গলবার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে।

বলা হয়েছে, সংশ্লিষ্ট শ্রেণির ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দিনে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে।

স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বোর্ডের থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে। সিবিএসই জানিয়েছে, এক্ষেত্রে স্কুলের অ্যাফিলিয়েশন নম্বর ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে হবে।

সিবিএসই-র পরীক্ষা সূচি অনুযায়ী, একটি মাত্র শিফটেই পরীক্ষা হবে। তবে বিষয় অনুযায়ী পরীক্ষার নির্ধারিত সময়গুলি ভিন্ন থাকবে। সবকটি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। এরমধ্যে কোনও পরীক্ষা শেষ হবে সাড়ে ১২টায়, আবার কোনও পরীক্ষা চলবে বেলা দেড়টা পর্যন্ত।

তাহলে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে জেনে নিন:


1. প্রথমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে যেতে হবে।

2. এরপর স্কুল লগইন লিঙ্কে ক্লিক করতে হবে।

3. এরপর ইউসার আইডি এবং অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্র দিতে হবে।

4. এবার সমস্ত বিবরণী জমা দিতে হবে।

5. পরবর্তী ধাপে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

6. এরপর পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট রেখে দিতে হবে।

অ্যাডমিট কার্ডের মাধ্যমেই পরীক্ষার্থীরা পরীক্ষার সূচি জানতে পারবে। ১০০ শতাংশ সিলেবাসেই পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর আগে আর দিন পনেরো-ও বাকি নেই। এসময় বোর্ডের তরফে পড়ুয়াদের সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর রোল নম্বর, জন্মতারিখ, পরীক্ষার নাম, প্রার্থীর নাম, প্রার্থীর বাবা-মায়ের নাম, পরীক্ষাকেন্দ্রের নাম , পিডাব্লুডি-র বিভাগ, অ্যাডমিট কার্ড, আইডি, বিষয় এবং পরীক্ষার তারিখের তথ্য দেওয়া থাকবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন শিক্ষা
Related News