Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

ডি-লিট সম্মানে সম্মানিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী,জনগণকে জেভিয়ার্সের ডি'লিট উৎসর্গ মমতার

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

শিক্ষাক্ষেত্রে অসাম্মান্য অবদানের জন্য সাম্মানিক ডি’লিট দেওয়া হচ্ছে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিশেষ সম্মান পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর হাত থেকেই এই সম্মান নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আচার্য ফাদার রাফায়েল জে হাইডর উপস্থিতিতেই এই সম্মানপ্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, জার্নি এবং সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অবদান তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) দফতর থেকে সবুজ সংকেত পাওয়ার পর থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। এদিনের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাতে এই সম্মান তুলে দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (WB Governor)।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন এই সম্মান প্রদান করা হচ্ছে, ইতিমধ্যেই তা নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি লিট সম্মানে ভূষিত করা হচ্ছে।" এদিনের সমাবর্তন অনুষ্ঠানে মোট ৭৭০ জন ছাত্রছাত্রীর হাতে শংসাপত্র তুলে দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন রাজ্য
Related News