Flash News
Tuesday, September 23, 2025

আবার বিবাহ অভিযান' হচ্ছে, কিন্তু কবে?সঙ্গে থাকছে নয়া চমক

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

গণশা-মালতীর মজার প্রেম কাহিনী মনে আছে তো? গাঁদা ফুল দিয়ে সেই অতি চর্চিত প্রপোজাল? আচ্ছা অনির্বাণ ভট্টাচার্যের সেই পর্দা কাঁপানো সংলাপ? 'আর হাবিবি, ঝাল খাবি কি?' হ্যাঁ একদম ঠিক ধরেছেন, কথা হচ্ছে 'বিবাহ অভিযান'-এর। ২০১৯-এ মুক্তি পেয়েছিল বিরসা দাশগুপ্ত পরিচালিত, এসভিএফ প্রযোজিত ছবিটি। তিন বছর পর ফের ছবির দ্বিতীয় পর্ব আসছে। এইবার এই রোম্যান্টিক ড্রামা পরিচালনা করছেন সৌমিক হালদার। 

তারপর গতবছর ২০২২-এ ফের সেই ছবির সিক্যুয়েল আসার কথা ঘোষণা করেছিলেন নির্মাতারা।

জানিয়েছিলেন আসছে, 'আবার বিবাহ অভিযান'। তবে এবার এই ছবির পরিচালক সৌমিক হালদার।

প্রসঙ্গত 'আবার বিবাহ অভিযান' হতে চলেছে পরিচালক হিসাবে সৌমিক হালদারের প্রথম ছবি। সৌমিক হালদারের আরও একটি পরিচয় রয়েছে, তিনি টলিউডের অন্যতম সেরা DOP। তিনি এর আগে কর্ণসুবর্ণের গুপ্তধন, দ্বিতীয় পুরুষ, গুমনামী, বল্লভপুরের রূপকথা, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। তবে পরিচালক হিসেবে আবার বিবাহ অভিযান হবে তাঁর প্রথম কাজ।

'বিবাহ অভিযান' বক্স অফিসে যথেষ্ট হিট। সোশ্যাল মিডিয়া জুড়ে আজও দেখা যায় ছবির নানা সংলাপ, মজার ভিডিও। বহু দর্শক বেশ কিছুদিন ধরেই চাইছিলেন সিক্যুয়েল আসুক...

গতবারের মতোই এই ভাগের চিত্রনাট্য লিখেছেন রুদ্রনীল ঘোষ। গতবার ছবিটি যা সাফল্য পেয়েছিল সেটার কথা মাথায় রেখেই এই ছবির প্রযোজনা সংস্থা পরের ভাগ আনার পরিকল্পনা করেছিলেন বহুদিন আগেই। প্রথম ভাগের মতো এটিও হতে চলেছে আদ্যপান্ত কমেডিতে মোড়া। গল্পে বিবাহিত জীবনে বিরক্ত হয়ে ঘুরতে যাওয়া আর সেখান থেকেই ঘটেছিল বিপত্তি। জানা গিয়েছে এই ছবির শ্যুটিং কলকাতার পাশাপাশি থাইল্যান্ডেও হয়েছে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিত্‍ গাঙ্গুলি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News