Flash News
Tuesday, September 23, 2025

মৃত্যুর পর প্রথম জন্মদিন.... কেমন কাটলো ঐন্দ্রিলার পরিবারের?

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

জন্মদিন মানেই কেক কাটা,জমজমাট বার্থডে পার্টি ,বন্ধু,প্রিয়জনদের সাথে আড্ডা ,মা এর হাতের রান্না সব মিলিয়ে হইহই ব্যাপার।না,এইবার আর উল্লাস ,আনন্দ ,আয়োজন কিছুই করা গেলনা জন্মদিনে।কারণ,যার জন্মদিন সে ই তো আর নেই।

গতকাল,৫ ই ফেব্রুয়ারি ,রবিবার ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার জন্মদিন।গত বছর ২০ এ নভেম্বর টানা প্রায় তিন সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে মাথা নোয়াতে হয়েছিল তাকে।অবশ্য তার লড়াই টা শুধু তিন সপ্তাহের নয়।১৫ বছর বয়স থেকে ক্যান্সার এ ভুগছিলেন অভিনেত্রী ।পরপর দুবার ক্যান্সার কে পরাজিত করেছিলেন মনের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে।তবে শেষ রক্ষা হয়নি।ব্রেইন স্ট্রোক হয় তার,বারংবার হার্ট অ্যাটাকে মারা যান অভিনেত্রী।

এবছর ২৫ বছর বয়সে পা দিতেন অভিনেত্রী।তবে তার আগেই পথচলা শেষ হলো তার।ছোট্ট মেয়ে মিষ্টির জন্মদিনের দিন মন কে আরো বিষণ্ণতায় গ্রাস করেছে মা শিখা শর্মার।কান্নায় ভেঙে পড়ছেন বারবার।এক সাক্ষাৎকার চলাকালীন তিনি বলেন ," আজ থেকে ২৫ বছর আগে সকাল ৭.৩৪ মিনিটে  মিষ্টি আমার কোলে এসেছিল।কি সুন্দর ,ফর্সা,আমার মিষ্টি।তবে তাকে ধরে রাখতে পারলাম না।ঠাকুরের কাছে সুস্থ সন্তান চেয়েছিলাম,দীর্ঘায়ু কামনা করিনি বলেই কি এমন হলো?" ।তিনি আরো বলেন ,"। আজকের দিনে অন্য বছরে কত কিছু রান্না করতাম।পাঁচ রকমের ভাজা ,মাছ ,মাংস ।মিষ্টির আবার চিংড়ি মাছের মালাইকারি খুব পছন্দের ছিল।" 

একদিকে মেয়ের অকালে চলে যাওয়া, অপর দিকে আবার ক্যান্সার ধরা পড়েছে শিখা দেবীর।চলছে কেমো।অস্ত্রোপচার ও হয়েছে।মেয়ের জন্মদিনে কলকাতার বাড়িতে একা শিখা দেবী।বড়ো মেয়ে রয়েছে দিল্লিতে ।স্বামী কাজের সূত্রে শহরের বাইরে রয়েছেন।ফলত মিষ্টির স্মৃতি আরো বেশি কুরেকুরে খাচ্ছে মা কে।

আর ঐন্দ্রিলার সঙ্গী ,কাছের বন্ধু সব্যসাচী চক্রবর্তী,তিনি কিভাবে কাটাচ্ছেন দিনগুলো ? ঐন্দ্রিলার মৃত্যুর পর ই সোশাল মিডিয়া থেকে সরে গিয়েছেন অভিনেতা ।তাই তার জন্মদিনে কোনো আবেগঘন পোষ্ট ও করেননি।সম্প্রতি স্টার জলসার এক নতুন ধারাবাহিক এর প্রোমো তে দেখা গিয়েছে তাকে।সব্যসাচী প্রসঙ্গে শিখা দেবী বলেন ," সব্য আজ হয়তো এখানে আসত ,তবে ও ফোন করেছিলো ওর খুব জ্বর,প্রায় ১০৩ ডিগ্রি ছুঁয়েছে ।তাই আর আসতে পারলনা "।

ঐন্দ্রিলার ইন্ডাস্ট্রি এর বন্ধু অভিনেতা গৌরব রায় চৌধুরী জন্মদিনের দিন পোস্ট করে লেখেন ," শুভ জন্মদিন ঐন্দ্রিলা ।আজ অবচেতন মনে তোমাকেই দেখলাম বলে মনে হল।ভালো থেকো"।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News