Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

বইমেলায় অটো কে টেক্কা দিতে হাজির মেট্রো

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

গত ৩১ এ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। কলকাতার করুণাময়ীতে বসেছে বইমেলার আসর। আর বইমেলা মানেই কাতারে কাতারে বইপ্রেমীদের ভিড়। ৯০০টি বুকস্টল নিয়ে বইমেলা বিরাট আকার ধরন করেছে। শুধু আশেপাশের লোকজনই নয়, সমগ্র কলকাতা সহ রাজ্যের ও বাইরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই বইমেলায়। ফলে বিপুল জনস্রোত সামলাতে মূলত হিমশিম খায় মেলা কমিটি, পুলিশ ও ট্রাফিক এজেন্টরা। রাস্তাতেও জ্যাম সৃষ্টি হয়। আর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাড়ায় যাতায়াত সমস্যা। কারণ করুণাময়ী থেকে শিয়ালদহ যাওয়ার কোনো ডিরেক্ট অটো নেই। ফুলবাগান কিংবা বেলেঘাটা থেকে আবার অটো ধরতে হতো। এর ফলে মেলার সময় অটোচালকরা ইচ্ছাকৃতভাবে চড়া ভাড়া বলেন। যা অন্যান্য দিনের ভাড়ার চেয়ে অনেকটাই বেশি। দিনের বেলা কোনোভাবে যাওয়া গেলেও রাতের বেলা সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। আর কোনো উপায় না থাকায় বেশি ভাড়া দিয়েই যাতায়াত করতে হয় মানুষজন কে। করুণাময়ী এর মাঠে বছরে দুটো বড়ো মেলা হয়।কলকাতা বইমেলা ও বিধাননগর মেলা। দুটোর ক্ষেত্রেই যাতায়াতে এই ধরনের সমস্যা দেখা যায়। তাড়া থাকার কারণে বা রাতেরবেলা বেকার ঝামেলা অশান্তি না করতে চাওয়ায় কেউই প্রায় থানায় অভিযোগ করেন না। বেশিরভাগ লোকই বেশি টাকা দিয়েই অটোতে চাপেন। পুলিশ কর্তপক্ষ জানান, আগের বছর ভাড়া নিয়ে মাত্র একটি অভিযোগ এসেছিল। পুলিশ ও কয়েকবছর ধরে এই সমস্যার সমাধান খুঁজছিল।এই বছরটা সম্ভব হয়েছে।

অটোকে টেক্কা দিতে হাজির হয়েছে মোক্ষম অস্ত্র মেট্রো। গত বছর থেকে শুরু হয়েছে শিয়ালদহ টু সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো। এর ফলে এই বছর থেকে মানুষজন দুবার অটো না পাল্টে সোজা মেট্রোতে পৌঁছতে পারে শিয়ালদহ, ফুলবাগান বা বাইপাস। তাই শুধুমাত্র অটোর ওপর আর নির্ভর করে থাকতে হবেনা। মেলাতে ঢুকলেই বারবার মাইকিং এর আওয়াজ শোনা যাচ্ছে ,যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যাতে বেশি টাকা দিয়ে কেউ অটোতে না যাত্রা করেন। মেট্রো চালু হওয়ায় অনেক যাত্রীই মেট্রোর দিকে ঝুঁকে পড়েছে। ফলে অটো ব্যবসায়ীদের ও মাথায় হাত। তাই সিংহ ভাগ অটো চালকরাই একই দাম রাখছেন।ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News