Flash News
Tuesday, September 23, 2025

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে 'ব্যোমকেশ দুর্গ রহস্য' পরিচালক

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

টলিউড ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পার করে ফেলেছেন অভিনেতা- সংসদ -প্রযোজক দেব। সম্প্রতি কিছুদিন আগে  সেই শুভক্ষণে দেব নিজে তার সোশ্যাল মিডিয়ায় পরবর্তী ছবির ঘোষণা সেরে ফেলেছেন। এবার ব্যোমকেশ রূপে দর্শকের সামনে আসবেন তিনি। সেই শুভক্ষণেই ছবির নামও প্রকাশ্যে এনেছেন দেব। ওই ছবির নাম 'ব্যোমকেশ দূর্গ রহস্য’। সম্প্রতি ছবির নাম প্রকাশ্যে এনে তার সোশ্যাল মিডিয়ায় তিনি  লিখেছিছেন , '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি।' ব্যোমকেশ দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও  শ্যাডো ফিল্মসের  যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'

এই খবর  ছড়িয়ে  পরতেই  ব্যাপক আলোচনা শুরু হয় ইন্ডাস্ট্রি থেকে দর্শকদের মধ্যে। ছবির ঘোষণা করলেও, কলাকুশলীদের নাম সেদিন সামনে আনেননি তিনি। এই সিনেমার পরিচালনার দায়িত্ব কাকে দেওয়া হবে তা নিয়ে বহু জল্পনা-কল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল যে পরিচালক সৃজিত  মুখোপাধ্যায়  হয়ত এই সিনেমার পরিচালনার দায়িত্বে  আছেন। কারণ সৃজিত বহুদিন ধরেই ব্যোমকেশ তৈরির পরিকল্পনা করছিলেন। তবে  সাম্প্রতিক  পরিচালক নিজে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যে ‘সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন খবর। এরকম কোনও পরিকল্পনা কোনওদিন ছিল না, আগামী দিনেও নেই।’ এবার সেই পরিচালকের নাম সামনে আনলেন দেব। ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত। শুক্রবার একটি ট্যুইট করে এই খবর দেন দেব নিজেই। তিনি লেখেন, "এই ছবিতে স্বাগত বিরসা দাশগুপ্ত। বাকি কলাকুশলীদের নাম শীঘ্রই ঘোষণা করব ...।" ইতিমধ্যেই বড়পর্দায় ব্যোমকেশ পরিচালনা করেছেন অরিন্দম শীল, অঞ্জন দত্তের মতো পরিচালকেরা। এবার নতুন ব্যোমকেশের হাত  ধরেই বিরসা দাশগুপ্ত প্রথম পা রাখছেন ব্যোমকেশের দুনিয়ায়। অন্যদিকে আবার  দেব ব্যোমকেশ হচ্ছেন এই খবরটা  ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল সত্যবতীর চরিত্র নিয়ে। তবে কী ব্যোমকেশের  স্ত্রীর  চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্র -কে?রিয়েল লাইফের এই জুটিকে  রিল লাইফে  স্বামী-স্ত্রী  ভূমিকায়  দেখা যাবে কিনা সেই নিয়ে  জল্পনা  হলেও  সেই সম্পর্কে কিছুই জানাননি দেব। সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে , রুক্মিণীর মূল ফোকাস এখন ‘নটী বিনোদিনী’র বায়োপিকে। এবার দেখার,  এই ছবিতে সত্যবতী হবেন রুক্মিণী  নাকি  সেখানেও 'বাঘা যতীন''র মতো দেখা যাবে নতুন কোন মুখকে। দেবের সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে এই প্রশ্নের উত্তর পেতে এখনো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, পুজোতেই নাকি ব্যোমকেশ মুক্তির প্ল্যান রয়েছে দেবের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News