সরস্বতী পূজার বিসর্জনে ডিজে বাজানো নিয়ে বিবাদ 'খুন' ডিজে মালিক

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital Desk:

সরস্বতী পূজোর বিসর্জনে ডিজে বাজানো হবে এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এমনই এক বিসর্জনে ডিজে ভাড়া নিয়ে গিয়েছিল মালদার মানিকচক এলাকার বাসিন্দা পরিমল মণ্ডল। বয়স ২৮ এর যুবক পরিমল এদিন সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলার সময় একদল কমিটি তাকে ডিজে বন্ধ করার নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে পুজো কমিটির সদস্যদের পরামর্শ বা অনুমতি কোনটাই না নিয়েই ডিজে বন্ধ করে দেয় পরিমল। এটিই কি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল? কি হলো তারপর? পুজো কমিটির সদস্যদের অনুমতি না নিয়ে ডিজে বন্ধ করে দেওয়ায় খেপে যায় সদস্যরা শুরু হয় বিবাদ এমনভাবেই এটি একটি বিতর্ক সভা হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎই পুজো কমিটির এক সদস্য হঠাৎ ভারী কিছু দিয়ে পরিমলের মাথায় আঘাত করতেই রক্তাক্ত হয়ে যায় পরিমলের দেহ। এবং এই রক্তাক্ত দেহ নিয়ে পরিমলকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হলো না। ঘটনায় এদিনই মৃত্যু হয়েছে ওই যুবকের। শোকের ছায়া নেমে এসেছে তার স্ত্রী সহ পরিবার-পরিজনদের উপর। ইতিমধ্যেই অপরাধী দের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News