Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

আমার বিয়ের কপালটাই খারাপ" প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

সম্প্রতি ' বুম্বা ব্যাক্তিগত ' নামের একটি বাংলা টিভি শো তে দেখা গিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে।সেই শো তে নিজের কর্মজীবন থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন একেবারে খোলা বই এর পৃষ্ঠার মত উন্মুক্ত করেছেন বুম্বা দা। প্রেম ,ভালোবাসা,পরিবার ,সন্তান সব কিছু নিয়েই খোলাখুলি আলোচনা করেছেন।বলেছেন ," আমি আমার অনুরাগীদের থেকে কখনোই কিছু লুকোই না।" 

আড্ডা চলাকালীন বুম্বাদার বিয়ের প্রসঙ্গ উঠে এলে একবারের জন্যও তিনি তা এড়িয়ে যান নি।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়।ছোটো বেলা থেকেই ছিল তাদের বন্ধুত্ব।পরবর্তীকালে বন্ধুত্বের সম্পর্ক গাড়ো হয়ে প্রেমের রূপ ধারণ করে।বিয়ের পিড়িতে বসেন তারা।তবে এই বিয়ে বেশিদিন টেকেনি।বিয়ের দু বছরের মধ্যেই ভাঙন ধরে সম্পর্কে । বিবাহবন্ধন থেকে বেরিয়ে আসেন দুজনে।যদিও এখনও তিনি মনে করেন চাইলেই তিনি ও দেবশ্রী এখনো ভালো বন্ধু হতে পারেন।এরপর ১৯৯৭ সালে অপর্ণা ঠাকুরতা কে বিয়ে করেন প্রসেনজিৎ।অপর্ণা সিনেমা জগতের সঙ্গে কোনোকালেই যুক্ত ছিলেন না। ভালোবেসেই অভিনেতার হাত ধরেছিলেন।শোনা যায় ,দেবশ্রী কে ভুলতেই নাকি অপর্ণার হাত ধরেছিলেন বুম্বাদা।তবে তাদের সম্পর্ক ও বেশিদিন টেকেনি ।বিয়ের পাঁচ বছরের মাথায় সংসার ভেঙ্গে যায়।নায়িকাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত পেয়ে সম্পর্কের ইতি টানেন অপর্ণা।তিনি এসব মেনে নিতে পারেননি । এ প্রসঙ্গে বুম্বাদা বলেন," আমার বিয়ের ভাগ্য টাই খারাপ।ঠাকুর কাউকেই  একশো শতাংশ খুশি দেয়না।" অপর্ণার সাথে তার সম্পর্ক ভাঙার জন্য তিনি মূলত মিডিয়া কেই দায়ী করেছেন।বলেছেন ," তখন মিডিয়া তে এত ফটো খবর ছড়িয়ে গেলো,সময় পেলাম না সম্পর্কটা ঠিক করার। এখন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে,মানুষ নিজের মতামত সেখানে জানাতে পারে।তখন সেই সুযোগ টাই ছিলনা।" বুম্বাদা এখনো মনে করেন সম্পর্ক টা কে আরো কিছু বছর সময় দিলে হয়তো সব ঠিক হতো। অপর্ণা বিচ্ছেদের পর নিজেকে লাইমলাইট থেকে সরিয়ে ফেলেছেন।এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অপর্ণা ঠাকুরতা এর একটি কন্যাসন্তান ও রয়েছে।নাম প্রেরণা।প্রেরণা এখন আইনজীবী।গত বছর মা এর সাথে এসেছিলেন দেশে।মেয়ের প্রসঙ্গে প্রসেনজিৎ চ্যাটার্জি জানান ," সঠিক সময়ের অপেক্ষায় আছি।দেখা হলে মেয়ে কে একবার জড়িয়ে ধরবো।" অপর্ণার সাথে বিবাহবিচ্ছেদের বছরেই অভিনেত্রী অর্পিতা এর সঙ্গে বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।তারপর থেকে দু দশক ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা।তাদের একমাত্র পুত্র সন্তান  রয়েছে।নাম তৃষানজিৎ।সবমিলিয়ে এখন সুখী বুম্বাদার সংসার।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News