Flash News
Tuesday, September 23, 2025

প্রথম সুযোগেই দর্শক মহলে বাজিমাত মেয়েবেলা সিরিয়ালের নায়ক ডোডোর

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

কিছুদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’ ও 'পঞ্চমী ', আর এর মাঝেই ফের নতুন মেগা নিয়ে হাজির হয়েছে স্টার জলসা। স্টার জলসার নতুন সিরিয়ালে শাশুড়ি-বউমার ভূমিকায়  রয়েছেন  রূপা গঙ্গোপাধ্যায় এবং স্বীকৃতি মজুমদার। তাদের অসাধারণ অভিনয় ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। তবে ‘মেয়েবেলা’-য় নজর কাড়ছেন আরও একজন। তিনি হলেন অভিনেতা অর্পণ ঘোষাল। এই সিরিয়ালে তিনি রূপা গাঙ্গুলির ছেলে ডোডোর ভূমিকা অভিনয় করছেন। অনেকেই মনে করছেন, ইন্ডাস্ট্রিতে অর্পণ নবাগত। কিন্তু তা  একেবারেই নয়। তবে তার স্টার জলসায় এই প্রথম কাজ। এই চ্যানেলের প্রথম সুযোগেই বাজিমাত করেছেন তিনি। এর আগেও ধারাবাহিক এবং ওটিটি সিরিজে অভিনয় করেছেন অর্পণ। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেস বাড়ি’ ধারাবাহিকে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সেখান থেকেই তিনি হয়ে ওঠে দর্শকের কাছে পরিচিত মুখ। পর্দায় অভিনয় ছাড়াও পর্দার বাইরে তিনি একটি নাট্যদলের সঙ্গে যুক্ত। থিয়েটারের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তাঁর, তা তিনি নিজেই স্বীকার করেছেন। কিছুদিন আগেই হইচইয়ে মুক্তি পেয়েছ তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘হস্টেল ডেজ’। ডোডোর বিপরীতে মৌয়ের চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার । ইতিমধ্যেই  অর্পণ ও স্বীকৃতির অনস্ক্রিন রসায়ন  প্রশংসিত হচ্ছে দর্শক মহলে। উল্লেখ্য, এই  অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশে যদি থিয়েটার করে জীবিকা নির্বাহের সুযোগ থাকত, তাহলে হয়তো তিনি ক্যামেরার সামনে কাজ করতে না। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি থিয়েটারও চালিয়ে যাচ্ছেন তিনি। 

প্রসঙ্গত ,বর্তমান সমাজের যৌথ পরিবারের ভালো দিক, খারাপ দিক নিয়ে একটি সুন্দর চিত্র তুলে ধরেছে সিরিয়ালটি। যৌথ পরিবারের মধ্যে কী করে বাড়ির মেয়ে বউরা একে অপরের বন্ধু হয়ে ওঠে এমনটাই ফুটে উঠেছে গল্পতে।  আসলে  বলতে গেলে   তিন প্রজন্মের মেয়েদের নিয়ে এই  সিরিয়ালের  গল্প । বিয়ের পর থেকেই সংসারের হাল ধরেছে বিথীকা মিত্র (রূপা  গাঙ্গুলি ), এর জন্য নিজের জীবনের শখ-আহ্লাদ সব বিজর্সন দিতে হয়েছে। সংসারের জাঁতাকলে এমন আটকে গিয়েছে যে নিজের মতো করে দু-দণ্ড স্বাধীন জীবন কাটানোর ফুরসত  মিলেনা  তাঁর। এই মেগায় চিত্রা সেনকে দেখা যাবে রূপা গঙ্গোপাধ্যায়ের শাশুড়ির ভূমিকায়। ধারাবাহিকে প্রত্যেকটি চরিত্রের জীবনের আলাদা আলাদা গল্প বেশ আকর্ষণীয় লাগছে দর্শকদের কাছে। এছাড়াও প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর এতো দক্ষ অভিনয় বেশ পছন্দ করছেন দর্শক মহল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News