#Pravati Sangbad Digital Desk:
সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ের দিনক্ষণ নিয়ে জল্পনা বেড়েই চলেছে। শোনা যাচ্ছে, ৪ বা ৫ ফেব্রুয়ারি জয়সলমীরের পাঁচতারা হোটেল সূর্যগড়ে বসতে পারে দুই তারকার বিয়ের আসর। ৬ ফেব্রুয়ারি নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ। ৪ এবং ৫ তারিখ বিয়ের আগের অনুষ্ঠান, রীতিনীতি পালনের সম্ভাবনা রয়েছে বলে খবর। তবে এখনও নিশ্চিতভাবে এই দুই বলি তারকার বিয়ের দিনক্ষণ জানা যায়নি।
শোনা যাচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে পারেন স্বস্ত্রীক শাহিদ কাপুর। সূত্রের খবর, শাহিদ এবং মীরা কাপুর দু'জনেই সিড-কিয়ারার বিয়ের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি- তিনদিন ধরে চলতে পারে সিড-কিয়ারার বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, সঙ্গীত এবং বিয়ে- সব অনুষ্ঠানেই উপস্থিত থাকতে পারেন শাহিদ কাপুর এবং মীরা। শোনা গিয়েছে, অন্যান্য অতিথিরাও বিয়ের দিন দুয়েক আগে থেকেই পৌঁছে যাবেন জয়সলমীরের বিলাসবহুল ভেন্যুতে। পাঁচতারা হোটেলের মধ্যেই বিভিন্ন ভিলায় তাঁদের থাকার বন্দোবস্তও নাকি ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফও তাঁদের বিলাসবহুল বিয়ে সেরেছেন মরুশহরেই। তবে বিয়ের আসর বিলাসবহুল হলেও উপস্থিত ছিলেন একান্তই ঘনিষ্ঠরা।
এ যাবত্ একটিই সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সুপারহিট ছবি 'শেরশাহ'- তে একসঙ্গে দেখা গিয়েছে দুই তারকাকে। শোন যায়, ২০২০ সাল থেকে ডেটিং শুরু করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও, অস্বীকারও করেননি এই দুই বলি তারকা। পরিচালক ও প্রযোজক কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ কর্ণ'- তে হাজির হয়েছিলেন দুই তারকাই। তবে আলাদা আলাদা এপিসোডে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। সঞ্চালক কর্ণ দুই তারকাকেই তাঁদের সম্পর্কের কথা বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করেছিলেন। কিয়ারাকে তিনি জিজ্ঞেস করেন, 'সিদ্ধার্থের সঙ্গে নিজের সম্পর্ক কি অস্বীকার করছ?' জবাবে কিয়ারা বলেব স্বীকার বা অস্বীকার কিছুই তিনি করছেন না। এরপর কিয়ারাকে জিজ্ঞাসা করা হয় 'আপনার কি ঘনিষ্ঠ বন্ধু?' অভিনেত্রীর জবাব 'ঘনিষ্ঠ বন্ধুর থেকেও বেশি।' সিদ্ধার্থ এবং কিয়ারা দুই বছরেরও বেশি সময় ধরে ডেটিং করছেন। শেরশাহ ছবিতে তাঁদের প্রথম অনস্ক্রিন দেখা গিয়েছে। তখন থেকেই তাঁদের প্রেম। ২০২১ সালে, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলও রাজস্থানের এক বিলাসবহুল ভিলাতে গাঁটছড়া বাঁধেন, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের উপস্থিতিতে তাঁরা বিবাহ করেছিলেন। এবার ভিক্যাটের পথই অনুসরণ করলেন সিদ্ধার্থ-কিয়ারা। কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল গোবিন্দ নাম মেরা ছবিতে। এরপর তিনি কার্তিক আরিয়ানের সঙ্গে সত্যপ্রেম কি কথাতে অভিনয় করবেন। সিদ্ধার্থের শেষ ছবি ছিল নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত মিশন মজনু। এরপর তাঁকে রাশি খান্না এবং দিশা পাটানির সঙ্গে যোধা ছবিতে দেখা যাবে।