Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বিশ্বজয় করে ঘরে ফেরা তিতাস-ঋষিতাদের,স্বাগত জানালেন সিএবি কর্তারা

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

আমাদের মধ্যে আলাদা একটা জোশ ছিল। আমরা ভেবেছিলাম। আমরা করেছি। আমরা জিতেছি।’ কলকাতা বিমানবন্দরে নেমে গড়গড় করে একদমে বলে ফেললেন হৃষিতা বসু। আর তিতাস সাধু বললেন, ‘খুব প্রয়োজন ছিল এই বিশ্বকাপ জয়ের। নিজের জন্য তো ফাইনালে খেলিনি। দলের প্রয়োজনে সেরাটা দিতে চেয়েছিলাম। পেরেছি। তাতেই ম্যাচ সেরার পুরস্কার আমায় খুব খুশি করেছে।’ দুই অচেনা বাংলার মেয়ে আর অপরিচিত নয় বাংলার কাছে। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জয় করে বৃহস্পতিবারই ফিরেছেন তারা বাংলায়। আর দমদম বিমানবন্দরে তাদের বরণ করে নিতেই যেন বাঁধভাঙা উচ্ছ্বাস।
বৃহস্পতিবার সকাল বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সিএবি কর্তারা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবি কর্তারা এদিন বিমানবন্দরে তিতাস সাধু ও হৃষিতা বসুকে স্বাগত জানান। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য তিতাস সাধু, রিচা ঘোষ ও হৃষিতা বসুকে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা দেবে সিএবি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টি-২০ বিশ্বকাপ জেতার পর এবার সিনিয়র দলের হয়েও টি-২০ বিশ্বকাপ খেলবেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। সেই কারণে তিনি ফের দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী তিতাস সাধু, রিচা ঘোষ ও হৃষিতা বসুকে ১০ লক্ষ টাকা করে পুরস্কার দেবে সিএবি। মহিলা ক্রিকেটের যে কোনও পর্যায়ে এই প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতীয় দল। এখানেই থেমে থাকতে নারাজ তিতাস সাধু, রিচা ঘোষ, হৃষিতা বসুরা। তাঁরা আরও সাফল্য পেতে চান। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সচিন তেন্ডুলকর। বিসিসিআই-এর পক্ষ থেকে দলকে ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হল। সৌরভ গঙ্গোপাধ্যায়, মিতালি রাজের মতো ভারতের প্রাক্তন ক্রিকেটাররা মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপজয়ী দলের প্রশংসা করেছেন। তাঁরা শেফালি ভার্মা, শ্বেতা সেহরাওয়াত, তিতাস সাধুদের নিয়ে আশাবাদী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News