Flash News
Tuesday, September 23, 2025

ডান্স বাংলা ডান্স নিয়ে এল একগুচ্ছ নতুন চমক, বিচারকের আসনে থাকছেন মিঠুন সহ তিন বঙ্গকন্যা

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

দশ বছর পর পুরনো মঞ্চে ফিরছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী । টেলিভিশন জগতের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘ডান্স বাংলা ডান্স’। সেখানেই ফের একবার ‘মহাগুরু’র আসনে দেখা যাবে ‘ডিসকো ড্যান্সার’কে  তা আগে জানা গিয়েছিল । ইতিমধ্যে রিয়ালিটি শো-এর শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এই সিজনে ২৪ জন প্রতিযোগীর মধ্যে হবে কড়া টক্কর। কিন্তু এখানেই শেষ নয়, জি বাংলার ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্স -এ রইল  আরো  একগুচ্ছ চমক। বিচারকের আসনে রয়েছেন  মৌনী রায়।এই বাঙালি কন্যা ইতিমধ্যেই বলিউড কাঁপিয়েছেন তার প্রতিভা দিয়ে। রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার -এর মতো অভিনেতাদের সঙ্গে শেয়ার করে ফেলেছেন স্ক্রিনও। এর আগে একাধিক হিন্দি নাচের রিয়্যালিটি-শো তে বিচারকের ভূমিকায় দেখা  গিয়েছে তাঁকে। তবে এবার এই বঙ্গকন্যা বাংলার বুকে প্রতিযোগীদের ট্যালেন্ট বিচার করবেন। এছাড়াও এই শোতে দেখা যাবে দুই প্রথম সারির জনপ্রিয় টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শো-তে এবারও সঞ্চালকের ভূমিকায় অঙ্কুশ হাজরা। এবারও নন ফিকশন এই শো পরিচালনা করবেন অভিজিৎ সেন। বাকি সমস্ত ডান্স বাংলা ডান্সের মতো এবারের শো-তেও দেখা যাবে 'ভূত' খাটিয়া কুমারকে। তার ও মহাগুরু মিঠুনের লড়াইতেই এগিয়ে যাবে এক একটি এপিসোড।

প্রসঙ্গত, সদ্য ‘ডান্স বাংলা ডান্স’-এর জন্য সাংবাদিকসম্মেলনে যোগ দিয়েছিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। প্রথম সিজনের পর কেন এই ‘মহাগুরু’র আসনে দেখা যায়নি তাঁকে? এই প্রসঙ্গে মহাগুরু জানান, 'কারণ একটাই, জি বাংলার ভাবনাকে ধার করেই জাতীয় স্তরে জি স্থির করে ডান্স ইন্ডিয়া ডান্স শুরু করার। আমাকেও ডেকে নিয়ে যায় সেখানে। তবে আমার উদ্দেশ্য ছিল অন্য। কিছু বছর আগে পর্যন্তও সবাই প্রশ্ন করতেন এই শিশুগুলোর ভবিষ্যৎ কী? ডান্সার? গান গাওয়া চলে, কিন্তু নাচ সেভাবে গ্রহণ করে না কেউ। এই মিথকেই ভাঙতে চেয়েছিলাম আমি। বহু ড্যান্সারের জন্ম হয়েছে এসব স্টেজে। এখন আর এসব প্রশ্ন আমায় শুনতে হয় না। আমার সেই উদ্দেশ্য পূরণ হয়েছে।’ তরুণদের জন্য কোনও বিশেষ বার্তা আছে কি না মিঠুনের কাছে, জানতে  জানতে চাওয়া হলে সেই প্রসঙ্গে  তিনি বলেন, ‘স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আমি যদি এটা করতে পারি, তুমিও পারবে’। শো-তে অংশ নেবেন ১২ জন প্রাপ্তবয়স্ক প্রতিযোগী ও ১২ জন ১৮ বছরের নীচের কিশোর-কিশোরী।বিচারকরা প্রতিটি পারফরম্যান্সের জন্য ১০-র মধ্যে নম্বর দেবেন। জুনিয়র এবং সিনিয়র বিভাগ থেকে একজন করে বিজয়ী হবেন এবং উভয় বিভাগের বিজয়ীদের মধ্যে প্রতিযোগিতা হবে যেখান থেকে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন নির্বাচিত হবে।   ৫ই ফেব্রুয়ারি শেষ সা রে গা মা পা,  এরপর ১১ই ফেব্রুয়ারিতেই শুরু হবে  ডান্স বাংলা ডান্স । আশা করা যায়, অন্যান্য সিজনের মতো এবারও  সেরার সেরা হয়ে ওঠার লড়াইয়ে  বাংলার  নৃত্যশিল্পীরা সুযোগ পাবেন তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News