Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মাত্র ১,১২২ টাকায় বিমান সফর ? জেনে নিন সমস্ত তথ্য

banner

journalist Name : Sayantika Biswas

#Pravati Sangbad Digital Desk:

করোনারা ধাক্কা সামলে এবার শীতের মরসুম হাতছাড়া করতে চাইছে না বিমান পরিবহণ সংস্থা স্পাইস জেট ও এয়ার এশিয়া। ভ্রমনপ্রেমীদের যদি শীতে দেশের কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে তারা চোখ বুলিয়ে নিতে পারেন এই দুই এয়ারলাইন্সের টিকিটের দামে। 
দেশের যে কোনও জায়গায় যেতে গেলে নূন্যতম ভাড়া লাগবে ১,১২২ টাকা। ২৭ ডিসেম্বর থেকে টিকিট বুকিং শুরু হয়েছে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অফার। মূলত ভ্রমনপ্রেমীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বিমান পরিবহণ সংস্থাগুলির।
স্পাইস জেটের “The ‘Wow Winter Sale’-র আওতায় ওই টাকায় ভ্রমনপ্রেমীরা  যেতে পারবেন চেন্নাই-বেঙ্গালুরু, বেঙ্গালুরু-চেন্নাই, চেন্নাই-হায়দরাবাদ, জম্মু-শ্রীনগর রুটে। এছাড়াও থাকছে আরও অন্যান্য রুট।

স্পাইসে জেটের তরফে জানানো হয়েছে, ২৭-৩১ ডিসেম্বর পর্যন্ত ওফারে টিকিট বুকিংয়ের সুয়োগ থাকলেও যাত্রীদের আরো উন্নতমানের পরিষেবা দেওয়ার জন্য , তারা একটি নতুন ব্যবস্থা করেছেন, যাত্রীরা ওই টিকিটে সফর করতে পারবেন ১৫ জানুয়ারি ২০২২ থেকে ১৫ এপ্রিল ২০২২ পর্যন্ত।
অন্যদিকে একই ভাড়ার দেশের বেশকিছু রুটে বিমান চালাবে এয়ার এশিয়া। সংস্থার "নিউ ইয়ার, নিউ প্লেসেস"এর আওতায় ১,১২২ টাকায় ভ্রমনকারীরা সফর করতে পারবেন চেন্নাই-বেঙ্গালুরু, বেঙ্গালুরু-চেন্নাই, চেন্নাই-হায়দারাবাদ রুটে।

এয়ার এশিয়ার ক্ষেত্রেও অফারে টিকিট পাওয়া যাচ্ছে ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। যাত্রীরা  ওই টিকিটে সফর করতে পারবেন ১৫ জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
Related News