“টনিক” য়ের হাত ধরেই অভিনেতা দেবের রেকর্ড ভাঙা আরো একধাপ সাফল্য

banner

journalist Name : Sayantika Biswas

#Pravati Sangbad Digital Desk:

বড়দিনের  ঠিক আগের দিন মুক্তি পেয়েছে দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি ‘টনিক’। "নো প্যানিক ওনলি টনিক" এটাই ছিল এই ছবির মূল মন্ত্র। মুক্তি পাওয়ার সাথে সাথেই একেবারে টলি পাড়ায় এবং দর্শকের মনে রেকর্ড ভেঙে সারা ফেলেছে সিনেমাটি। মাল্টিপ্লেক্সগুলি দর্শকদের চাহিদার সাথে পাল্লা দিয়ে শো-র সংখ্যা বাড়াতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে সগর্ব ঘোষণা করলেন অভিনেতা। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘করোনা পরবর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘টনিক’ । আমি শুধু আমার দর্শকদের ধন্যবাদ জানাতে পারি। ভালোবাসা আর ভরসা রাখার জন্য আমি আপ্লুত।’ দেবের জন্মদিনের ঠিক আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। দেব বরাবরাই জানিয়েছিলেন, এই সিনেমা তাঁর মনের খুব কাছের। 
দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। জটিল পরিস্থিতিতেও ভালোভাবে বাঁচার রাস্তা দেখাচ্ছে। আর তাই তো হলমুখী হয়েছেন দর্শক। টিকিটের চাহিদা মেটাতে একের পর এক মাল্টিপ্লেক্সে বাড়ানো হচ্ছে শো-র সংখ্যা। আর সেইসব তথ্য সকলের সামনে তুলে ধরছেন দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। একদিকে জলধর সেনের চরিত্রে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, তাঁর জীবনের টনিক হয়ে আসেন দেব। মূলত দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিন জনকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প। এছাড়াও রয়েছেন সুজন মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসুর মতো অভিনেতার।
এই ছবিতে দেবের সঙ্গে পাল্লা দিয়ে দুর্ধর্ষ সব স্টান্ট করতে দেখা গিয়েছ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়কে। রক ক্লাইম্বিং, প্যারাগালাইডিং, রিভার রাফ্টিং সব কিছুই করেছেনএই ছবিতে। এই ছবিতে দেবের চরিত্রের নাম ‘টনিক’। তিনি একজন ট্যুর প্ল্যানার। ঘুরতে নিয়ে যান বয়স্ক দুই মানুষকে। এরপরই তাঁরা জীবনের রসদ খুঁজে পান। জটিল পরিস্থিতিতেও ভালো ভাবে বেঁচে থাকার রসদ দেয় এই ছবি। আর তাতেই হলমুখী দর্শক।টিকিটের চাহিদা মেটাতে একের পর এক মাল্টিপ্লেক্সে বাড়ানো হচ্ছে শো-র সংখ্যা। তাতেই আপ্লুত দেব।


আসলে এই ‘টনিক’ এক ইচ্ছেপূরণের গল্প। এই ছবি এক মুক্ত বাতাসের মতো পাহাড়ি রাস্তা, বাঁক, ঝর্ণা সবই কিছু নিয়েই তৈরি এই ছবি।এক অবসরপ্রাপ্ত ব্যক্তির জীবনের গল্প বলতে আসছে ‘টনিক’। যে ব্যক্তির জীবন কেটেছে চড়াই উতরাইের মধ্য দিয়ে। জীবনে অনেক প্রতিকূলতা পেরোতে হয়েছে তাঁকে। এবার তাঁর জীবনের এই বিশেষ দিনটি তিনি একটু বিশেষ ভাবে কাটাতে চান। দেবের সাহায্যে কী ভাবে তিনি খুব সুন্দর করে কাটালেন তাঁর সেই বিশেষ দিন সেই নিয়েই ছবির গল্প।


প্রসঙ্গত, ২০২১ সালে দেবের তিনটে ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে ‘টনিক’ আর ‘গোলন্দাজ’ মুক্তি পেল প্রেক্ষাগৃহে। আর ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ টিভি ও ওটিটি-তে। যদিও দেব অভিনয় করেননি ‘হবুচন্দ্র’য়। বরং তিনি এই ছবির প্রযোজক। ২০২২ সালে মুক্তি পাবে দেবের পরবর্তী ছবি ‘কিশমিশ’। যাতে নায়িকা চরিত্রে দেখা মিলবে রুক্মিণী মৈত্র-র। এই নিয়ে এটা তাঁদের ৬ নম্বর ছবি হতে চলেছে। শ্যুট শেষ ইতিমধ্যেই। পোস্ট প্রোডাকশনের কাজও শেষ হওয়ার পথে। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির!

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

প্রযুক্তি বিনোদন সংস্কৃতি অন্যান্য
Related News