Flash News
Tuesday, September 23, 2025

ব্রেন টিউমারে আক্রান্ত রাখি সবন্ত -এর মা

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad digital Desk:

তাঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, মায়ের সঙ্গে তাঁর সম্পর্ক  চিরকালই  অনুরাগীদের  নজর কেড়েছেন অভিনেত্রী রাখি সবন্ত  । মাকে নতুন শাড়ি কিনে দেওয়া থেকে শুরু করে মায়ের সঙ্গে সময় কাটানো, সব মুহূর্তই সোশ্যাল মিডিয়ায়   অনুরাগীদের সাথে ভাগ করে নেন অভিনেত্রী । আর এবার, মায়ের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভেঙে পড়লেন রাখি সবন্ত । সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে অনুরাগীদের কাছে মায়ের জন্য প্রার্থনার অনুরোধ করলেন  রাখি ।

 সম্প্রতি ,বিগ বস মারাঠি ৪-এ অংশ নিয়েছিলেন রাখি সাওয়ান্ত। রবিবার রাতে ফিনালের পর হাউজ থেকে বেরিয়ে আসেন তিনি। বেরিয়ে জানতে পারেন তাঁর মা জয়া ভেরার ব্রেন টিউমার ধরা পড়েছে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার  করেছেন  রাখি ।সেই ভিডিওটিতে একটি হাসপাতালের  দৃশ্য দেখা যায় ।

 সেই   সোশ্যাল মিডিয়ার  ভিডিওতে অর্থাৎ ইনস্টাগ্রামে লাইভ সেশন করে  রাখি   জানান, তাঁর মায়ের দেহে ফের ক্যানসার ছড়িয়ে পড়েছে। যার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি।  কান্নায় ভেঙে রাখি বলেন, "বিগ বস মারাঠির হাউজ থেকে বেরিয়ে এসেছি। কারণ, আমার মা খুব অসুস্থ। খুব কষ্ট পাচ্ছে। এই বয়সে ক্যানসারের সঙ্গে লড়াই করতে হচ্ছে মাকে।" হাসপাতালের বেডে শুয়ে থাকা মায়ের ঝলক দেখান তিনি। বলেন, "বিগ বস হাউজে থাকাকালীন আমাকে জানানো হয়নি যে মা অসুস্থ।" 

ভিডিয়ো পোস্টের ক্যাপশনে রাখি লিখলেন, "দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন। আমার বিশ্বাস প্রার্থনার জোরে মা সুস্থ হয়ে উঠবে।"

এই ভিডিয়োতে রাখিকে ডাক্তারের সঙ্গেও কথা বলতে শোনা যায়। যেখানে চিকিৎসক জানান, ‘ওঁর বাম দিকটি পক্ষাঘাতগ্রস্ত। একটি নমুনা বের করে ল্যাবে পাঠানো হয়েছে, শুক্রবার, ফলাফল আসবে এবং তখনই আমরা জানতে পারব তার কতটা রেডিয়েশন প্রয়োজন। তবে ক্যান্সার তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে, এখনই অপারেশন করা সম্ভব নয়।’

মুম্বইয়ের টাটা হাসপাতালে ভর্তি আছেন রাখি সাওয়ান্তের মা। রাখির এই ভিডিয়োতে কমেন্ট করেছেন অভিনেত্রী মহিমা চৌধুরী, যিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। লিখেছেন, ‘আমার প্রার্থনা রইল। দ্রুত তাঁর সুস্বাস্থ্য কামনা করি।’ সোফিয়া হায়াত লেখেন, ‘ওহ ডার্লিং। তোমার আর তোমার মায়ের জন্য শুভকামনা।’ ডেলনাজ ইরানি, পবিত্রা পুনিয়া, রাহুল বৈদ্যরাও কমেন্ট করেছেন এই পোস্টে।

 প্রসঙ্গত ,২০২১ সালে রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছিল। পিত্তথলি থেকে বাদ দেওয়া হয়েছিল টিউমার। সেই টিউমারেও ধরা পড়েছিল ক্যানসার। তবে এবার ক্যানসার ধরা পড়ে রাখির মায়ের মস্তিষ্কে। আগের বার অস্ত্রোপচারের সমস্ত খরচা বহন করেছিলেন সলমন খান ও তাঁর ভাই সোহেল খান।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা
Related News