Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

আরও সহজ হবে যান চলাচল!দোতলা আন্ডারপাস চালু হচ্ছে নিউটাউনে

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

শহরের বুকে যান চলাচলকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে এবার শীঘ্রই চালু হতে চলেছে কলকাতার প্রথম মাল্টি-টায়ার আন্ডারপাস। মূলত, নিউ টাউনে স্থিত বিশ্ব বাংলা গেটের কাছে এই আন্ডারপাসটি এবার চালু হতে চলেছে। এমতাবস্থায়, এই আন্ডারপাসকেই কলকাতার প্রথম ভূগর্ভস্থ গাড়ির টানেল হিসেবে অভিহিত করা যেতে পারে।

নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এই আন্ডার পাস চালু হবে। ২০২২ সালের জুলাই মাসে এই আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হয়েছিল। বর্তমানে এটি আংশিকভাবে চালু করার জন্য তৈরি হয়ে গিয়েছে। এই আন্ডারপাসের মাধ্যমে নিউটাউন, রাজারহাট ও বিমানবন্দর থেকে আগত যানগুলির চলাচল আরও সুগম হবে। চলতি মাসেই আন্ডারপাসটি চালু হয়ে যাবে।  

এটির মাধ্যমে বিশ্ববাংলা গেটের ঠিক নিচ দিয়ে বিশ্ববাংলা সরণি পার করা যাবে। আন্ডারপাসের উপরের স্তরটি সল্টলেক এবং করুণাময়ীর দিক থেকে সরাসরি নজরুল তীর্থ এবং ইউনিটেকের দিক থেকে আসা গাড়ি এবং দু-চাকার বাইকের জন্য রাখা হয়েছে। এছাড়া, দ্বিতীয় স্তরটি প্রথম স্তরের ঠিক ৮ মিটার নিচে তৈরি করা হয়েছে। যেটি শুধুমাত্র পথচারীরা ব্যবহার করতে পারবেন।

এর মানে হল, চার চাকার গাড়ি ও হালকা মোটর যান সমেত দুই চাকার মোটরসাইকেল প্রথম স্তর দিয়ে নিচের দিকে নেমে যাবে। পাশাপাশি, দ্বিতীয় স্তরের আন্ডারপাসটি দিয়ে যাত্রীরা সহজেই পারাপার করতে পারবেন। অন্যদিকে, প্রধান সড়কটি বরাদ্দ থাকছে বাস ও ট্রাকের মতো ভারী যানবাহনগুলি চলাচলের জন্য।

এটিই কলকাতার প্রথম ভূগর্ভস্থ গাড়ির টানেল বলা যেতে পারে। এটি নিউটাউন-এয়ারপোর্ট আন্ডারপাস প্রকল্পের প্রথম ধাপ মাত্র। এয়ারপোর্টের যান চলাচল সুষ্ঠু করতে এই আন্ডারপাসের মাধ্যমে ট্রাফিককে ভাগ করা হচ্ছে। 

মোট চারটি লেন থাকবে এই আন্ডারপাসে। প্রায় ৭ মিটার চওড়া এবং ৩২০ মিটার দীর্ঘ হবে। এর মাধ্যমে বিশ্ববাংলা গেটের ঠিক নিচে বিশ্ববাংলা সরণি পার করা যাবে। আন্ডারপাসটি তৈরি করতে প্রায় ৬৮ কোটি টাকা খরচ করা হয়েছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন কলকাতা
Related News